সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

টাইগারদের দাপুটে জয়

লড়াকু মনোভাব অক্ষুণ্ন রাখতে হবে

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচেই দাপটের সঙ্গে জিতেছে টাইগাররা। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়া এবং তারপর থেকে একের পর এক ম্যাচে জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তির বিরুদ্ধে টানা সিরিজ জয়ও করেছে মাশরাফি বাহিনী। স্বভাবতই জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে তারা বড় ধরনের জয় পাবে এমনটিই ছিল কাক্সিক্ষত। তবে খেলাটি যেহেতু ক্রিকেট এবং জিম্বাবুয়ের কোচ যেহেতু বাংলাদেশ দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর সেহেতু আশঙ্কা ছিল এ জয় খুব একটা সহজ হবে না। কারণ বাংলাদেশ দলের দুর্বলতা হোয়াটমোরের জানা থাকার কথা এবং কোচ হিসেবে তার কৃতিত্বও সমীহ করার মতো। কিন্তু হোয়াটমোরের সময় আর এখনকার বাংলাদেশ যে এক নয় মাশরাফি বাহিনী তা বুঝিয়ে দিয়েছে। ১৪৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারা। জিম্বাবুয়েকে দাঁড়াতেই দেয়নি বলা চলে। বিশাল জয়ের পাশাপাশি মুশফিকের দাপুটে শতরান এবং শাকিবের ৫ উইকেট লাভও এক বড় অর্জন। সাকিব বিশ্বসেরা বোলারদের একজন হলেও এই প্রথম কোনো ওয়ানডে ম্যাচে ৫ উইকেট পেলেন। প্রস্তুতি ম্যাচে বিসিসিবি একাদশ জিম্বাবুয়ের কাছে হারলেও প্রথম ম্যাচে জাতীয় দলের একতরফা জয় সিরিজ জয়ের আশাবাদ সৃষ্টি করেছে টাইগারদের সামনে। শক্তির বিচারে জিম্বাবুয়ে বাংলাদেশের চেয়ে পিছনে থাকলেও ধারাবাহিক জয়ের ধারায় থাকার ক্ষেত্রে এ জয় অনুপ্রেরণা জোগাবে বলে বিশ্বাস। পাশাপাশি দেশের মানুষ যখন নানা ঘটনায় অস্থিরতার শিকার তখন টাইগারদের বিশাল জয় তাদের মনকে কিছুটা হলেও আতঙ্ক ও বিষণ্নতা থেকে রেহাই দেবে। আমরা আশা করব প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় টাইগারদের মধ্যে যে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে তা পুরো সিরিজে অব্যাহত থাকবে।  পরবর্তী সব ম্যাচে বড় মাপের জয়ের লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাবে। ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, সেহেতু কোনো ধরনের আত্মসন্তুষ্টিতে ভুগে টাইগাররা নিজেদের লড়াকু মনোভাব থিতিয়ে দেবে না এমনটিও কাম্য। মাশরাফি বাহিনীকে আমাদের অভিনন্দন।

সর্বশেষ খবর