সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মেয়রকে ধন্যবাদ

ঢাকাকে বাসযোগ্য করার উদ্যোগ প্রশংসনীয়

প্রতিশ্রুতি পূরণের প্রক্রিয়া শুরু করেছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ভোটের আগে বাহারি প্রতিশ্রুতি দান এ দেশের প্রতিটি নির্বাচনের অনুষঙ্গে পরিণত হয়েছে। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করাও যে আমাদের ঐতিহ্যের অংশ সে বিষয়টি অনেকেই উপলব্ধি করবেন। সিটি নির্বাচনের সময় মেয়র প্রার্থী হিসেবে সাঈদ খোকন প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকাকে বাসযোগ্য করে তুলতে সম্ভাব্য সব কিছু করবেন। চাঁদাবাজি বন্ধে নেবেন কার্যকর পদক্ষেপ। যানজট নিরসনে ফুটপাথ অপদখলমুক্ত করবেন। আশার কথা, সে প্রতিশ্রুতি পালনে মাঠে নেমেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরপিতা। প্রথম ধাপে রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান দিয়ে মিশন শুরু করছেন তিনি। আগামী জানুয়ারির মধ্যেই মতিঝিল, নিউমার্কেট, যাত্রাবাড়ী, সায়েদাবাদসহ ১৪২টি পয়েন্টকে হকার, দখল ও চাঁদাবাজিমুক্ত হিসেবে ঘোষণা করার প্রয়াস নিয়েছেন। উচ্ছেদকৃত হকারদের নতুন জায়গায় পুনর্বাসন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাসযোগ্য নগরী গড়ে তোলার অংশ হিসেবে শুরু হয়েছে এ কর্মকাণ্ড। স্মর্তব্য, ঢাকা দক্ষিণ সিটির ৯০ কিলোমিটার ফুটপাথের মধ্যে ৬৬ কিলোমিটার ফুটপাথই অবৈধ দখলে। প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ফুটপাথ দখল করে এসব জায়গার ১৪২টি পয়েন্টে বসেছে বিভিন্ন পণ্যের পসরা। তার মধ্যে রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান, মতিঝিল, পল্টন, বায়তুল মোকাররম, দিলকুশা, কাপ্তানবাজার, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, জুরাইন, নিউমার্কেট, সাইন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশ দখল করে হকাররা পসরা সাজিয়ে বসে থাকায় এসব স্থানে পথচারীদের চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। কোথাও কোথাও ফুটপাথ ছাড়িয়ে মূল সড়কের অর্ধেকটাও জুড়ে বসে পণ্যের পসরা। এ উদ্দেশ্যে তিনি হকারদের বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলেছেন। সিদ্ধান্ত নিয়েছেন ৩ হাজার ২০০ থেকে সাড়ে তিন হাজার হকারের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা নেবেন। পুরো পরিকল্পনা বাস্তবায়নে ১৬ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করেছেন। আমরা তরুণ মেয়রের এ উদ্যোগকে অভিনন্দন জানাই। তবে এ প্রয়াস যাতে মাঝপথে থেমে না যায় সে বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে।  ফুটপাথে হকারদের পসরা বসানোর সঙ্গে যে প্রভাবশালী চাঁদাবাজ চক্র জড়িত তাদের প্রতিহত করার সক্ষমতা দেখানোর ওপর যে এ ইতিবাচক পদক্ষেপের ভবিষ্যৎ নিহিত এ সত্যটিও মেয়রকে উপলব্ধি করতে হবে।

সর্বশেষ খবর