শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিদেশিদের ওপর হামলা

দুর্বৃত্তদের চিহ্নিত ও আইনের আওতায় আনুন

গুলশান ও রংপুরের মতো দিনাজপুরে একই কায়দায় হামলার শিকার হয়েছেন একজন ইতালির নাগরিক। পেশায় চিকিৎসক ও ধর্মযাজক ডা. পিয়ারো পারোলারি সামিওকে গত বুধবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি বাসডিপোর সামনে গুলি করে মোটরসাইকেল আরোহী দুবর্ত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে বিমানযোগে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়। ১৫ বছর ধরে দিনাজপুরে চিকিৎসক ও ধর্মযাজক পদে কর্মরত ডা. পিয়ারোর হত্যা চেষ্টায় দিনাজপুরের জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্মর্তব্য, গুলশান ও রংপুরের দুই বিদেশির হত্যাকাণ্ডের মতো এ হত্যাচেষ্টার সঙ্গে জড়িতরাও মোটরসাইকেলে করে এসে হামলা চালিয়ে পালিয়ে যায়। এর আগে গত মাসে পাবনার ঈশ্বরদীতে জেএমবির ক্যাডাররা এক খ্রিস্টান ধর্মযাজককে জবাই করার চেষ্টা চালায়। দিনাজপুরে ইতালির নাগরিক একজন ধর্মযাজক হত্যার অপচেষ্টা নিঃসন্দেহে একটি নিন্দনীয় ঘটনা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এ দেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ সহাবস্থান করছে। সাম্প্রতিককালে পর পর কয়েকজন বিদেশির ওপর হামলার পরিপ্রেক্ষিতে ডা. পিয়ারোকেও সতর্ক থাকতে বলা হয়েছিল। কিন্তু ৩০ বছর ধরে বাংলাদেশে অবস্থানকারী এবং দুস্থ মানুষের সেবাদানকারী এই ধর্মযাজক চিকিৎসক কল্পনাও করতে পারেননি তার ওপর কেউ হামলা চালাতে পারে। আমরা আশা করব এ হত্যা অপচেষ্টায় কারা জড়িত তা উদঘাটনে পুলিশ সম্ভাব্য সব চেষ্টাই করবে। অপরাধী যেই হোক তাকে বিচারের সম্মুখীন করার জন্য পক্ষপাতহীন তদন্তের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। দেশের ভাবমূর্তিতে কলঙ্ক লেপনের অপচেষ্টা চালাচ্ছে যেসব বিবেক বর্জিতরা, তাদের আইনের আওতায় আনাকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তব্য হিসেবে বেছে নেবে। সাম্প্রতিক সময়ে বিদেশি নাগরিকদের ওপর পর পর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটলেও এর সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী দৃষ্টিগ্রাহ্য সাফল্য দেখাতে পারেনি।  যা দুর্বৃত্তদের সাহস বাড়িয়ে দিচ্ছে বললেও অত্যুক্তি হবে না। ডা. পিয়ারোর ওপর হামলাকারীদের চিহ্নিত ও পাকড়াওয়ের ক্ষেত্রে সে ব্যর্থতার যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর