মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ভেষজ

ত্বকের যত্নে

অনেক সময়ই ত্বকের ওপরের মরা কোষ সরিয়ে পরিষ্কার করে ফেলতে না পারলে ত্বক উজ্জ্বলতা ও মসৃণতা হারায়। ত্বকের ওপরের মরা কোষ সারাতে নিম্নলিখিত পদ্ধতি ব্যবহার করতে পারেন। কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে একটি বোতলে ভরে নিন। গোসলের সময় কাঁচা দুধে কমলালেবুর খোসা গুঁড়া মিশিয়ে মুখ, কাঁধ, গলা ও সারা শরীরে মাখুন। পানি দিয়ে ধুয়ে নিন। কমলালেবু খোসার এসেনশিয়াল অয়েল ত্বকের মরা কোষ সরানোর সঙ্গে সঙ্গে ত্বক করে তুলবে মসৃণ। যাদের ত্বক খুব শুষ্ক তারা কমলালেবুর খোসা-গুঁড়ার সঙ্গে, আমন্ড (বাদাম) গুঁড়া ও ওটার ভুসি গুঁড়া মিশিয়ে ভিজা ত্বকের ওপর ব্যবহার করুন। যাদের ত্বক খুব তৈলাক্ত তারা টমেটোর শাঁস ও ওটার ভুসি একসঙ্গে মিশিয়ে ভেজা ত্বকের ওপর একই পদ্ধতিতে ব্যবহার করুন। গরমে বেশিক্ষণ ঘুরলে মুখে ক্লান্তির ছাপ পড়ে। দিনের শেষে গরমের ক্লান্তি মুছতে বরফঠাণ্ডা জলে আনারসের রস মিশিয়ে তাতে তুলা ভিজিয়ে সেই তুলা মুখে কমপ্রেস নিন। ত্বক পরিষ্কার করুন নিয়মিত : নিয়মিত ত্বক পরিষ্কার করলেই ত্বকের সমস্যার ৮০ ভাগ মিটে যায়। গরমে বেশিক্ষণ ঘুরলে মুখে ক্লান্তির ছাপ পড়ে। দিনের শেষে গরমের ক্লান্তি মুছতে বরফঠাণ্ডা পানিতে আনারসের রস মিশিয়ে তাতে তুলা ভিজিয়ে নিন। কয়েক ফোঁটা লেবুর রস এক টেবিল চামচ পরিমাণে কাঁচা দুধে মিশিয়ে এ মিশ্রণটি ক্লেনজার হিসেবে ব্যবহার করুন। এ মিশ্রণে তুলা ভিজিয়ে মুখ পরিষ্কার করুন। এটি তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত।

                ডা. আলমগীর মতি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর