বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দরপত্র ছাড়াই ১৫ বিদ্যুৎ প্রকল্প

সরকারের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনকে শিখণ্ডি হিসেবে দাঁড় করিয়ে লক্ষাধিক কোটি টাকার ১৫টি প্রকল্প বাস্তবায়নের কসরত চালাচ্ছে বিদ্যুৎ বিভাগ। অতীতে এই আইনকে সামনে রেখে ব্যয়বহুল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছিল। যার অনিবার্য পরিণতি হিসেবে বৃদ্ধি পায় বিদ্যুতের দাম। সাধারণ মানুষের ঘাড়ে চাপানো হয় দর বৃদ্ধির সেই বোঝা। বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন সন্তোষজনকহারে বৃদ্ধির বিষয়টি যেমন প্রশংসার দাবিদার তেমন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের নামে হরিলুটের ঘটনাও সমালোচিত হয়েছে। ১৫টি প্রকল্পের ক্ষেত্রেও সমালোচিত পথে চলার তোড়জোড় চালাচ্ছে বিদ্যুৎ বিভাগের কর্তাব্যক্তিরা। এ জন্য চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে এক লাখ দুই হাজার কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টাও চলছে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইনকে শিখণ্ডি হিসেবে দাঁড় করিয়ে চীনা ব্যাংকের কাছ থেকে কঠিন শর্তের আনসলিমিটেড বা অযাচিত ঋণ নেওয়ার যে চেষ্টা চলছে তার মধ্যে বিদ্যুৎ উৎপাদন কাক্সিক্ষত পর্যায়ে বৃদ্ধির পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে কিনা তা একটি প্রশ্নের বিষয়। স্বীকার করতেই হবে বর্তমান সরকার সাত বছর আগে যখন ক্ষমতায় আসে তখন দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট বিরাজ করছিল। সে সময়ের বিবেচনায় তড়িঘড়ি করে প্রকল্প প্রণয়ন ও বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার যৌক্তিকতাও ছিল। কিন্তু দেশে যখন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তখন কঠিন শর্তে ঋণ নিয়ে বিদ্যুৎ উৎপাদনের যৌক্তিকতা কোথায় তা আমাদের বোধগম্য নয়। প্রকল্প বাস্তবায়নে সহজ শর্তে ঋণ নেওয়ার উৎসগুলো না খুঁজে কেন কঠিন শর্তে ঋণ নেওয়ার আগ্রহ কর্তাব্যক্তিদের মধ্যে জেঁকে বসেছে তা ভাবার বিষয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কয়েক মাস আগে সিদ্ধান্ত নিয়েছিল বিশেষ ক্ষেত্র ছাড়া আনসলিমিটেড ঋণের প্রস্তাব পরিহার করতে হবে। সে সিদ্ধান্তকে কৌশলে পাশ কাটিয়ে দরপত্র ছাড়াই ১৫টি প্রকল্প বাস্তবায়িত হলে তা সরকারের স্বচ্ছতা সম্পর্কেই প্রশ্ন সৃষ্টি করবে কিনা সময় থাকতেই ভেবে দেখা উচিত। আমাদের মতে, স্বচ্ছতার খাতিরে প্রতিটি প্রকল্প দরপত্র আহ্বানের মাধ্যমেই বাস্তবায়িত হওয়া উচিত।  শুরু থেকে বাংলাদেশ এই আন্তর্জাতিক পদ্ধতির পথে হাঁটছে। সে পথ ছেড়ে বেপথু হওয়া কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়।

সর্বশেষ খবর