বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

অটোমান সেনা বিভাগ

তুর্কি সাম্রাজ্যের নিরাপত্তার জন্য বেতনভুক্ত স্থায়ী ও প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী গঠন করা হয় এবং এর দুটি বিভাগ ছিল- ‘পদাতিক’ অথবা ‘পিয়াদা’ এবং অশ্বারোহী অর্থাৎ ‘সিপাহি’। সৈন্যবাহিনী সংস্কার দ্বারা অরখান নব-প্রতিষ্ঠিত অটমান তুর্কি সাম্রাজ্যকে সুসংহত ও শক্তিশালী করার প্রয়াস পান। এর জন্য সমগ্র দেশকে কয়েকটি জায়গীরে বিভক্ত করা হয় এবং জায়গীরদাররা সৈন্যসামন্ত দ্বারা সুলতানকে সাহায্য করতে বাধ্য থাকতেন। এসব জায়গীর উত্তরাধিকার সূত্রে কেউ ভোগদখল করতে পারত না। যুদ্ধে যারা বীরত্ব প্রদর্শন করতে পারত তাদের মধ্যে নবঅধিকৃত জায়গীর বিতরণ করা হতো। খ্রিস্টান সম্প্রদায় জিজিয়া কর প্রদান করে সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি পেত। ১৩৫৪ খ্রিস্টাব্দে সেনাবাহিনীর সংস্কার সমাপ্ত করে অরখান ইউরোপে রাজ্য সম্প্রসারণের প্রচেষ্টা চালান। অরখানের সামরিক সংগঠনের ফলেই তার পুত্র মুরাদের পক্ষে নবগঠিত শক্তিশালী ‘জেনিসারী’ বাহিনী দ্বারা ইউরোপে সমরাভিযান করা সম্ভবপর হয়। অরখান সমাজসেবক ও প্রজারঞ্জক শাসক হিসেবে কৃতিত্ব অর্জন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর