রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিচিত্রিতা

পৃথিবীর ছোট ব্যাঙ

পৃথিবীর সবচেয়ে ছোট ব্যাঙ পিডোফ্রিন অ্যামেনসিস। আবিষ্কৃত হয় ২০০৯ সালে। এর আবিষ্কারক লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির বন্যপ্রাণী বিশেষজ্ঞ ক্রিস্টোফার অস্টিন এবং তার পিএইচডি ছাত্র এরিক রিটমেয়ার। জীববৈচিত্র্য অনুসন্ধানের সময় তারা পাপুয়া নিউগিনির আমুউ নামক এক গ্রামের কাছে পিডোফ্রিন অ্যামেনসিস দেখতে পান। আবিষ্কৃত ব্যাঙের নামকরণ করেন এই গ্রামের নামানুসারেই। তারা ২০১২ সালের জানুয়ারি মাসে একটি বৈজ্ঞানিক জার্নালে এই ব্যাঙের বিস্তারিত বর্ণনা করেন। ‘পিডোফ্রিন অ্যামেনসিস’ পৃথিবীর সবচেয়ে ছোট ব্যাঙই নয়, পৃথিবীর সবচেয়ে ছোট মেরুদণ্ডী প্রাণীও। এদের দৈর্ঘ্য প্রায় ৭.৭ মিলিমিটার। এরা মাটিতে বিচরণ করে এবং গাছের গুঁড়ি কিংবা পাতার নিচে দেহের রং মিলিয়ে অবস্থান করে। জীবনচক্র অন্যান্য ব্যাঙের চেয়ে কিছুটা আলাদা। প্রায় প্রতিটি ব্যাঙের জীবনচক্রে ট্যাডপোল দশা থাকলেও এদের ক্ষেত্রে তা দেখা যায় না। পিডোফ্রিন অ্যামেনসিস তাদের দেহের দৈর্ঘ্যরে প্রায় ৩০ গুণ দূর পর্যন্ত লাফাতে পারে। এরা ছোট ছোট অমেরুদণ্ডী প্রাণী খেয়ে প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর