বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

অরখানের সৈন্যবাহিনী

তুরস্কের ওসমানীয় সুলতান অরখান তার সৈন্যবাহিনীর সংস্কার ও জেনিসারী নামক একটি নতুন শক্তিশালী বাহিনী গঠন করে ইউরোপে সমরাভিযান করেন। দুর্বল ও পতনোম্মুখ বায়জানটাইন সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে তিনি অভিযান করেন। ১৩৪৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম অটমান তুর্কিগণ ইউরোপ ভ‚খণ্ডে পদচারণ করেন। বায়জানটাইন সাম্রাজ্যের সম্রাট এন্ড্রোনিকাসের মৃত্যুর পর প্রধান চ্যান্সেলর কানটাকুযেনে এবং রানী এ্যানের মধ্যে ক্ষমতার দ্ব›দ্ব চলতে থাকায় উভয়ে অরখানের সাহায্য প্রার্থনা করেন কিন্তু চ্যান্সেলর স্বীয় কন্যা থিয়োডোরাকে সুলতানের সঙ্গে বিবাহ দিতে অঙ্গীকারাবদ্ধ হলে অরখান তার প্রস্তাবে রাজি হন এবং এর স্থলে ছয় হাজার তুর্কি সৈন্য কনস্টান্টিনোপলে প্রেরণ করেন। ১৩৪৬ খ্রিস্টাব্দে অরখানের সঙ্গে থিয়োডোরার বিবাহ সম্পন্ন হয়। সৈন্য দ্বারা সাহায্য করার পরিবর্তে অরখানের পুত্র সুলায়মান ১৩৫৬ খ্রিস্টাব্দে হেলিসপন্টে জিম্পী নামক ক্ষুদ্র দুর্গ অধিকার করেন। জন প্যালিও-লোগাস তুর্কিদের ইউরোপ হতে বিতাড়িত করতে ব্যর্থ এবং অরখানের সঙ্গে সন্ধি চুক্তি করতে বাধ্য হন। একটি দুুর্ঘটনায় সোলায়মান নিহত হন এবং এর অব্যবহিত পরেই ১৩৫৯ খ্রিস্টাব্দে অরখান মৃত্যুবরণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর