শিরোনাম
রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

র‌্যাবের সংস্কার প্রস্তাব

জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সংস্কারে ১৪ দফা সুপারিশ করেছে প্রশাসনিক তদন্ত কমিটি। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন সম্পর্কে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয় সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে স্বতন্ত্র একটি বাহিনী হিসেবে র‌্যাব গঠন করা হলেও এর জন্য পৃথক কোনো আইন নেই। র‌্যাবের কর্মকাণ্ডে স্বচ্ছতার স্বার্থে প্রতিটি অপারেশনে একজন করে ম্যাজিস্ট্রেট রাখা, আওতাধীন এলাকা পুনর্নির্ধারণ, আইন প্রশিক্ষণ, সাধারণ ডায়েরির ব্যবস্থা রাখা ও স্থায়ী জনবল গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। র‌্যাবকে আরও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিশেষজ্ঞদের নিয়ে কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে তদন্ত কমিটির সুপারিশমালায়। হাইকোর্টের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন সরকারি কর্মকমিশন সচিবালয়ের বর্তমান সচিব ও সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা। স্মর্তব্য, কমিটিকে কোনো সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি। বাংলাদেশ প্রতিদিনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তদন্তের সময় তাদের মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে র‌্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের জবাবদিহিতা ও কাজের স্বচ্ছতা আনতে কিছু কিছু বিষয়ে সরকারকে অবহিত করা প্রয়োজন, যা সুপারিশ আকারে পেশ করা হয়েছে। তদন্ত কমিটির মতে, অপরাধ দমনে র‌্যাবের মতো একটি এলিট বাহিনীর বিকল্প নেই। কর্মকাণ্ডে পুলিশের চেয়ে স্বতন্ত্র হওয়ায় সব দিক বিবেচনা করে র‌্যাবের জন্য স্বতন্ত্র আইন করা যেতে পারে। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট বিচারিক ম্যাজিস্ট্রেটের অজ্ঞাতে ২৪ ঘণ্টার বেশি র‌্যাব হেফাজতে কাউকে রাখা যাবে না তা নিশ্চিত করা দরকার। র‌্যাবের সংস্কারে প্রশাসনিক তদন্ত কমিটির দেওয়া সুপারিশ এই এলিট ফোর্সকে একটি দক্ষ ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। র‌্যাবের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে সুপারিশগুলো যুৎসই ভূমিকা রাখলে তা এ বাহিনীর জন্য আশীর্বাদ বলে বিবেচিত হবে।

সর্বশেষ খবর