রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাসে যৌন হয়রানি

অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য

মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে যৌন হয়রানির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ অভিযোগে মামুন নামের এক বাস হেলপারকে পুলিশ আটক করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওই ছাত্রীর বাড়ি মানিকগঞ্জ। বিশ্ববিদ্যালয় ছুটির দিনগুলোতে তিনি প্রায়ই বাড়ি যান। ছুটি উপলক্ষে বাড়িতে গিয়ে শনিবার ক্লাস থাকায় গত শুক্রবার মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনে ঢাকায় আসার পথে তিনি বাস হেলপারের দ্বারা যৌন হয়রানির শিকার হন। ছাত্রীটির অভিযোগ, যাত্রী কম থাকায় তিনি সামনের দিকে একা একটি আসনে বসেছিলেন। বাসটি সিঙ্গাইর পেরোনোর পর হঠাৎ করে মামুন নামের ওই হেলপার তার পাশে বসে এবং নানা ধরনের কথা বলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। তিনি প্রতিবাদ করলে আজেবাজে কথা বলে তাকে বাস থেকে মাঝপথে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকজন যাত্রী আপত্তি করায় তা সম্ভব হয়নি। বাস গাবতলী বাসস্ট্যান্ডে পৌঁছলে তিনি সেখান থেকে নেমে দারুসসালাম থানায় গিয়ে অভিযোগ করেন। পরে পুলিশ তার অভিযোগের ভিত্তিতে বাস হেলপারকে গ্রেফতার করে। বাস লঞ্চ ট্রেনে যৌন হয়রানি আমাদের দেশে নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। যানবাহন চালক এবং তাদের সহকারীরাও অনেক ক্ষেত্রে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। চলন্ত বাসে সম্ভ্রমহানির ঘটনাও প্রায়শই ঘটে থাকে। অধিকাংশ ক্ষেত্রে নারীরা মানসম্মানের ভয়ে যৌন হয়রানির ঘটনা নীরবে মেনে নিতে বাধ্য হয়। সেদিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সাহসী ভূমিকা প্রশংসার দাবিদার। আমরা আশা করব পুলিশ এ ঘটনার যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিকে বিচারের সম্মুখীন করবে। যানবাহনে কেউ যাতে যৌন হয়রানির সাহস না পায় তা নিশ্চিত করতে পুলিশ মামলার তদন্তে কার্যকর ভূমিকা রাখবে এমনটিই প্রত্যাশিত।  সংশ্লিষ্ট বাসের হেলপারই শুধু নয়, চালকসহ অন্য বাসস্টাফদের এতে কোনো দায় ছিল কিনা সেটিও তদন্ত করে দেখা উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর