বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিচিত্রিতা

উইডো স্পাইডার

উইডো স্পাইডার

আমাদের চারপাশে বিভিন্ন প্রজাতির মাকড়সা দেখা যায়। এদের বেশির ভাগ প্রজাতিই মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে কিছু কিছু প্রজাতি আছে যারা আমাদের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। এরা ‘উইডো স্পাইডার’ নামে পরিচিত। Latrodectus গণের অন্তর্ভুক্ত মাকড়সাকে বলা হয় উইডো স্পাইডার। এই গণে প্রায় ৩২ প্রজাতির মাকড়সা রয়েছে। এরা দেখতে সাধারণত কালচে রঙের। স্থানভেদে রঙে কিছুটা ভিন্নতা দেখা যায়। এরা বিষধর হলেও আক্রমণাত্নক নয়। শুধু বিপদে পড়লেই মানুষকে কামড়ায়। তবে দ্রুত চিকিৎসা না নিলে মানুষ মারাও যেতে পারে। স্ত্রী মাকড়সা মিলনের পর পুরুষ মাকড়সাকে খেয়ে ফেলে বলে এদের নামকরণ হয়েছে উইডো স্পাইডার।

স্ত্রী মাকড়সা পুরুষের চেয়ে আকারে বড় এবং প্রায় তিনগুণ বেশি বিষাক্ত। এদের দেহে বেশ বড় আকারের বিষগ্রন্থি রয়েছে। এরা অন্যান্য মাকড়সার মতোই নিজ দেহ থেকে নিঃসৃত এক ধরনের সিল্কের শক্ত আঁশ দিয়ে জাল বুনে। মূলত পোকামাকড় শিকারের জন্য এই জাল ব্যবহৃত হয়।  এদের আয়ুষ্কাল ১ থেকে ৩ বছর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর