রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যবসাবান্ধব পরিবেশ

বাংলাদেশের পিছিয়ে থাকা দুর্ভাগ্যজনক

জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। যেসব দেশের জিডিপির প্রবৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ের সেই হাতেগোনা দেশগুলোর মধ্যেও রয়েছে বাংলাদেশের নাম। তারপরও বাংলাদেশকে ব্যবসাবান্ধব দেশের তালিকার তলানিতে ঠাঁই দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। চলতি বছর ফোর্বস ১৪৪টি দেশের ব্যবসাবান্ধব তালিকা তৈরি করেছে এবং এতে বাংলাদেশকে রাখা হয়েছে ১২১তম স্থানে। দক্ষিণ এশিয়াসহ ধারেকাছের দেশগুলোর মধ্যে মিয়ানমার ছাড়া অন্যসব দেশের অবস্থান বাংলাদেশের চেয়ে ভালো। তালিকায় শ্রীলঙ্কাকে ৯১, ভারতকে ৯৭, ভুটানকে ১০১ এমনকি জঙ্গিবাদ উপদ্রুত দেশ পাকিস্তানকে ১০৩তম স্থানে রাখা হয়েছে। ফোর্বস ব্যবসাবান্ধব দেশের তালিকা তৈরিতে ১১টি বিষয়কে বিবেচনায় নিয়েছে। সম্পত্তির অধিকার, উদ্ভাবন, কর, প্রযুক্তি, দুর্নীতি, ব্যক্তিগত, বাণিজ্য ও অর্থনৈতিক স্বাধীনতা; আমলাতন্ত্র বা লালফিতার দৌরাত্ম্য, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং পুঁজিবাজারের সক্ষমতাকে ব্যবসাবান্ধব অবস্থার ভিত্তি হিসেবে ধরা হয়েছে। পরিমাপকগুলোর সার্বিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১২১তম। তবে পৃথকভাবে কোনো কোনো ক্যাটাগরিতে খানিকটা ভালো অবস্থানেও রয়েছে বাংলাদেশ। উদাহরণ হিসেবে ফোর্বস বলেছে, পুঁজিবাজারের সক্ষমতায় ৪৩তম, করভারে ৭০তম, বিনিয়োগকারীদের সুরক্ষায় ৮০তম, ব্যক্তিস্বাধীনতায় ৯২তম ও লালফিতার দৌরাত্ম্যে ৯৪তম স্থানে বাংলাদেশ। আর পিছিয়ে আছে বাণিজ্য স্বাধীনতায় ১৩৭তম, অর্থনৈতিক স্বাধীনতায় ১৩১তম, সম্পত্তি অধিকার, উদ্ভাবন ও প্রযুক্তিতে ১২৭তম এবং দুর্নীতির ক্যাটাগরিতে ১২৯তম স্থান পেয়ে। ফোর্বসের ব্যবসাবান্ধব তালিকার শীর্ষ ১০ দেশ হলো— ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, কানাডা, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য। বাংলা ভাষার প্রচলিত একটি প্রবচন হলো বাণিজ্যে বসতি লক্ষ্মী। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে শুধু ব্যক্তিগতই নয়, রাষ্ট্রীয় সমৃদ্ধিও নিশ্চিত হয়। সস্তা জনশক্তির জন্য প্রায় ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের ঘাটতি না থাকলেও বাংলাদেশে বিনিয়োগ বাড়ছে না ব্যবসাবান্ধব পরিবেশে পিছিয়ে থাকার কারণে। দেশের দ্রুত অগ্রগতির পথেও তা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ প্রতিবন্ধকতা অপসারণে সরকারকে সময় থাকতেই উদ্যোগ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর