abcdefg
সম্পাদকীয় | ২১ ডিসেম্বর, ২০১৫ এর সর্বশেষ খবর | editorial | Bangladesh Pratidin
প্রিন্ট ভার্সন
শেষ বইটি লিখেছিলেন আটানব্বই বছর বয়সে শেষ বইটি লিখেছিলেন আটানব্বই বছর বয়সে

সেদিন একজন প্রকাশক আক্ষেপ করে বললেন, ‘একে একে লেখকরা চলে যাচ্ছেন, এই যে সুনীল বাবু, হাসিখুশি মানুষটা, যার বই ছাপলেই ভালো বিক্রি, তিনিও চলে গেলেন। এরপর কী হবে? বছর সাত-আটের মধ্যেই দিনটা এসে যাবে যখন বইয়ের ব্যবসা বন্ধ করার কথা আমাকে ভাবতে হবে।’ ভদ্রলোকের মুখ দেখে বুঝতে পারছিলাম তিনি কথার কথা বলছেন না। বললাম, ‘এখনো অনেক বিখ্যাত লেখক বেঁচে আছেন, যাদের বই…