মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ইতিহাস

বলবন আমলের বাংলাদেশ

প্রথমে গিয়াসউদ্দিন বলবনের ছেলে বুগরা খান এবং পরে তার ছেলে রুকুনউদ্দিন কাইকায়ুস স্বাধীনভাবে বঙ্গদেশ শাসন করেন। খলজি সুলতানরা সময়ের অভাবে বঙ্গদেশের প্রতি নজর দিতে পারেননি। কাজেই ১৩২২ খ্রিস্টাব্দ পর্যন্ত শামসুদ্দিন ফিরোজ শাহ স্বাধীনভাবে রাজত্ব করেন। তার মৃত্যুর পর ক্ষমতা নিয়ে তার ছেলেদের মধ্যে বিবাদ শুরু হয়। ফিরোজ শাহের ছেলে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ লখনৌতি থেকে নিজেকে বঙ্গদেশের স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন। ছোট ভাই নাসািরুদ্দিন ইবরাহিম বঙ্গে আধিপত্য স্থাপনে অসমর্থ হয়ে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুঘলকের সাহায্যপ্রার্থী হলেন। দিল্লির সুলতান এ গৃহবিবাদের সুযোগ গ্রহণ করে বঙ্গে দিল্লির আধিপত্য বিস্তারে কৃতসংকল্প হলেন এবং যুবরাজ জুনা খানকে দিল্লিতে প্রতিনিধি নিযুক্ত করে স্বয়ং বঙ্গদেশের বিরুদ্ধে অভিযান করলেন (১৩২৪ খ্রি.)। গিয়াসউদ্দিন বাহাদুর শাহকে পরাজিত ও বন্দী করে তিনি দিল্লি অভিমুখে যাত্রা করলেন। বঙ্গদেশ নিজের  অধিকারে এনে সুলতান প্রতিনিধি হিসেবে নাসিরুদ্দিন ইবরাহিমের ওপর এর শাসনভার অর্পণ করলেন (১৩২৫ খ্রি.)। দিল্লিতে প্রত্যাবর্তনের পথে সুলতান গিয়াসউদ্দিন তুঘলক ত্রিহুত জয় করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর