সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিচিত্রিতা

হাইডেলবার্গ মানব

১৯০৭ সালে জার্মানিতে হাইডেলবার্গের নদীর চরা খুঁড়ে পাওয়া যায় এই শ্রেণির মানুষের নিচের চোয়াল ও বড় বড় দাঁত। চার থেকে সাড়ে চার লাখ বছর আগে এরা জীবিত ছিল। হরিণ, হাতি, পশমি গরু, মোষ, গণ্ডার ইত্যাদি এরা শিকার করত। পাথরের হাতিয়ার তৈরি করতে জানত। হাইডেলবার্গের কাছে অন্য একটি জীবের সাক্ষাত্ মেলে। সেটির গড়ন খানিকটা মানুষের মতো। খানিকটা বানরের মতো। হাইডেলবার্গ ১২ মাইল দূরে ময়ার নামক স্থানে পাওয়া যায় হাড়টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর