বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিচিত্রিতা

নীল অভিযান

নীল নদের উত্স সন্ধানে বার বার অভিযান চালানো হয়। কয়েকটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর ১৯৭২ সালে নীল নদে উত্সসন্ধানে নামেন চারজন দুঃসাহসী ব্রিটিশ। নেতৃত্ব দিচ্ছিলেন পোড়খাওয়া নাবিক মাইক জোনস ও মিক হপকিন্স। ১৯৬৮ সালে যেখানে যাওয়া সম্ভব হয়নি, সেসব জায়গাও তারা বীরবিক্রমে পার হয়ে গেলেন। অভিযানের ১২ দিনের মাথায় কুমির আর জলসদ্যুর আক্রমণে তারা কোণঠাসা হয়ে পড়েন ও ফিরে আসতে বাধ্য হন। পরবর্তীতে ১৯৯৯ সালে অভিযাত্রার আয়োজন করে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। নেতৃত্বে ছিলেন মাইকেল স্পিকস। কুমির আর উদ্দাম স্রোতের বাধা তারা অতিক্রম করেন ভালোভাবেই। সুদানের সীমান্ত থেকেও ৫০০ মাইল পর্যন্ত পরিচালিত হয়েছিল অভিযান। এ অভিযানের ফলে বিশ্ব প্রথমবারের মতো দেখতে পেল নীল নদের অনাবিষ্কৃত অপরূপ সৌন্দর্য।   —জাফর খান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর