রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

মানসম্মত পণ্য উত্পাদনে নজর দিতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধনকালে দেশের ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নিতে নিজস্ব ব্র্যান্ড তৈরি এবং নতুন নতুন বাজার খোঁজার ওপর গুরুত্ব দিয়েছেন। গত শুক্রবার বছরের প্রথম দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার ব্যবসা করতে নয়, দেশের উন্নয়নের জন্য ক্ষমতায় এসেছে। বর্তমান সরকারকে ব্যবসাবান্ধব হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, ব্যবসায়ীদের জন্য পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ থেকে এখন ৭২৯টি পণ্য ১৯২টি দেশে রপ্তানি হচ্ছে। ২০০৫-০৬ সালে দেশের রপ্তানি ছিল ১০.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা এখন ৩১ দশমিক ৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রপ্তানি বহুমুখীকরণ করতে পারলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে উন্নীত হবে। রপ্তানির ক্ষেত্রে বিশেষ একটি পণ্যের ওপর নির্ভরতার ঝুঁকি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এক একটি পণ্য বিশেষভাবে ধরে বসে থাকি। মনে করি এ পণ্যটি বুঝি চিরদিন বাজার পাবে। কিন্তু এটি ঠিক নয়। পাট এক সময় রপ্তানি হতো বিভিন্ন দেশে। মসলিন এক সময় ছিল খুব নামকরা। এ জন্য আমাদের যেসব পণ্য আছে তার বাজার বহুমুখীকরণ করতে হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা তাত্পর্যের দাবিদার। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে বিশেষ কোনো পণ্যের ওপর নির্ভরশীল না থেকে বাজারে বেশি বেশি পণ্যের সমাবেশ ঘটাতে হবে। বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার ধরে রাখতে পণ্যের মনোন্নয়নে নজর দিতে হবে। ক্রেতাদের চাহিদার কথা মনে রেখে পণ্য উত্পাদনে ব্রতী হতে হবে। নতুন বাজার খোঁজার মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটাতে হবে। স্মর্তব্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এ বছর বাংলাদেশ ছাড়াও ২১টি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে প্রথমবারের মতো অংশ নিচ্ছে সাতটি দেশ।  আমরা আশা করব বাণিজ্যমেলার মাধ্যমে দর্শকরা যেমন দেশীয় বিদেশি পণ্য সম্পর্কে অবহিত হতে পারবে, তেমনি দেশের পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রেও এ মেলা অবদান রাখবে।

সর্বশেষ খবর