বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

স্বচ্ছ ও আইনি পরিবেশ

বিদেশি বিনিয়োগ উত্সাহিত করবে

অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি বিশ্বের বাঘা বাঘা অর্থনীতিবিদের কাছেও বিস্ময় বলে বিবেচিত। তারপরও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে হতশ্রী অবস্থা ঘুচছে না। বিনিয়োগের ক্ষেত্রে পছন্দনীয় দেশ হয়ে উঠতে পারছে না বাংলাদেশ। কেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হচ্ছে না তা নিয়ে রীতিমতো গবেষণাও চলছে অর্থনীতিবিদদের মধ্যে। বাংলাদেশ প্রায় ১৬ কোটি মানুষের একটি দেশ, যার নিজস্ব বাজার বেশ বড়। এ দেশের সস্তা শ্রম যে কোনো বিনিয়োগকারীর জন্য আকর্ষণ বলে বিবেচিত হওয়ার কথা। কিন্তু সে আকর্ষণও বিদেশি বিনিয়োগকারীদের কাছে টানতে পারছে না। বলা হয়, অবকাঠামোগত ঘাটতির কারণে বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বাংলাদেশ।  জ্বালানির ঘাটতিও এর অন্যতম কারণ হিসেবে ধরা হয়। কিন্তু এসব সীমাবদ্ধতা যে বিনিয়োগকারীদের আকর্ষণ করার পথে সবচেয়ে বড় বাধা নয়, ভিয়েতনাম ও কম্বোডিয়ার অগ্রগতি তারই প্রমাণ। বিনিয়োগের অনেক শর্তের দিক থেকে এগিয়ে থাকলেও স্বচ্ছ আইনি পরিবেশ এবং আইনের শাসনের অভাব বাংলাদেশকে বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে রাখছে। মঙ্গলবার বিদেশি বিনিয়োগ এবং বাংলাদেশের আইনি পরিবেশ শীর্ষক এক সভায় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর স্বার্থে স্বচ্ছ ও আইনি পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। বলেছেন, বিনিয়োগের সিদ্ধান্ত নিতে এবং বিনিয়োগ সম্পর্কিত নিরাপত্তা নিশ্চিত করতে বিনিয়োগকারীদের আস্থায় আনার মতো স্বচ্ছ ও আইনি পরিবেশ খুবই প্রয়োজন। এ ধরনের পরিবেশ তার দেশের বিনিয়োগকারীদের বিনিয়োগ এবং এ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে উত্সাহিত করবে। আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী বিনিয়োগ-সংক্রান্ত সংকট নিরসনে আইন প্রণয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেছেন। বলেছেন, এ উদ্দেশ্যে বিনিয়োগ বোর্ড এবং প্রাইভেটাইজেশন কমিশনকে একীভূত করা হচ্ছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগের আইনি সমস্যা দূরীভূত করা হচ্ছে। বাংলাদেশকে বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাবনাময় দেশ হিসেবে অভিহিত করা হয়। এ সম্ভাবনা তখনই স্পষ্ট হয়ে উঠবে, যখন বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে। বিনিয়োগের স্বার্থে এ ক্ষেত্রের প্রতিবন্ধকতা দূর করতে হবে। এ ব্যাপারে শুধু আইনি সংস্কার নয়, তা যাতে যথাযথভাবে কার্যকর হয় সে দিকেও নজর দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর