মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিনিয়োগ সম্মেলন

দেশি বিনিয়োগেও গতি সৃষ্টি করুন

বিদেশি বিনিয়োগকারীদের বদলে যাওয়া বাংলাদেশে বিনিয়োগ করে এদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষারও নিশ্চয়তা দিয়েছেন তিনি। বলেছেন বাস্তবভিত্তিক বিনিয়োগ প্রস্তাবনা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দিতে তার সরকার প্রস্তুত। বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট ২০১৬-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের প্রতি যে আহ্বান জানিয়েছেন তা তাত্পর্যের দাবিদার। বাংলাদেশ হতদরিদ্র অবস্থা কাটিয়ে ইতিমধ্যে নিম্ন-মধ্যআয়ের দেশে পরিণত হয়েছে। দুনিয়ার যে গুটিকয়েক দেশ প্রবৃদ্ধির ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বিশ্বের এক নম্বর অর্থনৈতিক শক্তি চীনকেও এ ব্যাপারে পেছনে ফেলার সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। ১৬ কোটিরও বেশি মানুষের আবাসভূমি বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বেশ সমৃদ্ধ। বিশ্বের দুটি শীর্ষ জনসংখ্যা অধ্যুষিত দেশ ভারত ও চীন বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। স্বভাবতই বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য উর্বর ভূমি হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা রাখে। বিদেশি বিনিয়োগ সুরক্ষার নিশ্চয়তাও এক্ষেত্রে স্বস্তিদায়ক অবস্থান তৈরি করেছে। বিনিয়োগ কার্যক্রম সহজীকরণে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনাও এখন বাস্তবায়নাধীন। ইতিমধ্যে অর্থনৈতিক এলাকার জন্য ৩০টি এলাকা নির্বাচন করা হয়েছে। বঙ্গোপসাগরের অফুরন্ত সামুদ্রিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেও বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ব্লু ইকোনমি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে। বিনিয়োগ উৎসাহিত করতে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১৪ হাজার ৭৭ মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। গ্যাসের দৈনিক উৎপাদন ১৬০০ মিলিয়ন ঘনফুট থেকে ২ হাজার ৭২৮ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হয়েছে। বিনিয়োগের পরিবেশ নিশ্চিতকরণে সরকারের অঙ্গীকার প্রশংসাযোগ্য হলেও প্রস্তুতিগত ত্রুটির জন্য কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে যে বেগ পেতে হচ্ছে তা একটি সত্যি। দেশি বিনিয়োগের গতি শ্লথ হওয়ায় তা বিদেশি বিনিয়োগেও নেতিবাচক প্রভাব ফেলছে। বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার স্বার্থেই দেশি বিনিয়োগে কিভাবে গতি আনা যায় সরকারকে সে ব্যাপারেও ভাবতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর