রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মেগাসিটি ঢাকা

অচল নগরীর বদনাম ঘোচাতে হবে

ঢাকা এখন বিশ্বের শীর্ষস্থানীয় মেগাসিটি। জনসংখ্যার দিক থেকে একাদশতম বৃহত্তম মহানগরী। যেভাবে দ্রুতগতিতে জনসংখ্যা বাড়ছে তাতে দেড় দশক পর ঢাকা বিশ্বের ষষ্ঠ বৃহৎ মহানগরীর মর্যাদা লাভ করবে। ঢাকার লোকসংখ্যা এখন এক কোটি ৭০ লাখ। দেড় দশকের মধ্যে তা দুই কোটি ৭৪ লাখে পৌঁছবে। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টের রিপোর্ট অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা— করাচি, মেক্সিকো সিটি, কায়রো, সাও পাওলো এবং নিউইয়র্কের মতো মহানগরীকেও জনসংখ্যার দিক থেকে পেছনে ফেলবে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বেই শহরাঞ্চলের জনসংখ্যা বাড়ছে। গ্রাম থেকে মানুষ শহরে বসতি গড়ছে। এ মুহূর্তে বিশ্বের ৫৪ শতাংশ মানুষ শহরবাসী। ৬৫ বছর আগে ১৯৫০ সালে এ হার ছিল ৩০ শতাংশ। ২০৫০ সাল নাগাদ বিশ্বের শহরবাসী জনসংখ্যা হবে ৬০ শতাংশ। এ মুহূর্তে শহরবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর আমেরিকা, ল্যাতিন আমেরিকা ও ক্যারেবীয় দেশগুলোতে। এ হার ৮০ শতাংশেরও বেশি। ইউরোপে শহরাঞ্চলে বসবাস করে ৭৩ শতাংশ মানুষ। সবচেয়ে কম আফ্রিকায় ৪০ শতাংশ এবং তার পর এশিয়ায় ৪৮ শতাংশ। তবে আফ্রিকা ও এশিয়ায় নগরায়ণ দ্রুতগতিতে বাড়ছে। ১৯৭১ সালে স্বাধীনতার আগে ঢাকার লোকসংখ্যা ছিল ৭ লাখের মতো। গত ৪৫ বছরে তা ২৫ গুণ বেড়েছে। ঢাকা জনসংখ্যার দিক থেকে এখন দুনিয়ার শীর্ষস্থানীয় মেগাসিটি এটি আমাদের জন্য গর্বের হলেও একই সঙ্গে এটি বিশ্বের অন্যতম সমস্যা আকীর্ণ নগরীও। ঢাকাকে বলা হয় যানজটের নগরী। নগরীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে যে সময় ব্যয় হয় সে সময়ে বিমানে দূরবর্তী দেশে যাওয়াও সম্ভব। বায়ু দূষণের দিক থেকেও ঢাকা ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। ঢাকার বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান না হলে আগামীতে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছবে তা সহজেই অনুমেয়। আগামী ১৫ বছরে ঢাকার জনসংখ্যা প্রায় কোটি বৃদ্ধি পাবে। এই বর্ধিত জনসংখ্যার কথা মনে রেখে এখন থেকেই পরিকল্পনা নিতে হবে।  অচল ও স্থবির নগরী হিসেবে বদনাম ঘোচাতে ঢাকার যানজট, পরিবেশ, আবাসন সব ক্ষেত্রে নিতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ২০৩০ সাল নয় ২০৫০ সালের বর্ধিত জনসংখ্যার চাহিদা মনে রেখে এগোতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর