শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

নগররাষ্ট্র বায়জানটিয়ান

গ্রিক নগররাষ্ট্র বায়জানটিয়ান খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে গোল্ডেন হোর্ড এবং মর্মরা সাগরের মধ্যবর্তী স্থানে প্রতিষ্ঠিত হয়। রোম সম্রাট কনস্টান্টাইন (৩০৬-৩৭) ৩১৩ খ্রিস্টাব্দে মিলানের ইডেক্ট খ্রিস্টানধর্ম প্রচারের সব বাধানিষেধ তুলে দেন।

তিনি রাজনৈতিক কারণে রোম থেকে রাজধানী বসফরাসের তীরবর্তী একটি শহরে স্থানান্তর করেন। এ নবনির্মিত ও সুরক্ষিত শহরটি তার নামানুসারে কনস্টান্টিনোপল নামে পরিচিত হয়। এটা একটি প্রাচীন দুর্গের ওপর নির্মিত এবং উত্তরে বসফরাস প্রণালির মধ্য দিয়ে ক্রিমিয়ার শস্যক্ষেত্র ও কৃষ্ণসাগরে গমনের জন্য নদীপথে এ শহরটির অবস্থান ছিল। এটা সামরিক পটপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ।

     জাফর খান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর