রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ভিসা বিড়ম্বনা

বিশ্বাসের সংকট কাম্য নয়

ভিসা ভোগান্তির কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ভ্রমণ দিন দিন কঠিন হয়ে পড়ছে। ইউরোপ আমেরিকার অনেক দেশ তুচ্ছ কারণে কিংবা কোনো কারণ না দেখিয়েই ভিসা প্রত্যাশীদের আবেদন প্রত্যাখ্যান করছে। যাদের ভিসা দেওয়া হচ্ছে তাদেরও আবেদন জমা দিয়ে অপেক্ষায় দিন গুনতে হচ্ছে। যখন ভিসা পাওয়া যাচ্ছে তখন অনেকের সফরের প্রয়োজনীয়তাই থাকছে না। সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার থাইল্যান্ড দূতাবাসে ভিসার জন্য আবেদন করে পাসপোর্ট জমা দিয়ে বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশিদের। রোগী, ব্যবসায়ী, পর্যটক ও শিক্ষার্থী ভিসার আবেদন করে অনেকেই হতাশ হচ্ছেন। ভিসা তো দেওয়া হচ্ছে না, পাসপোর্ট ফেরত পেতেও ভোগান্তি হচ্ছে। অথচ আগে তিন-চার কর্মদিবসের মধ্যে থাইল্যান্ডের ভিসা পাওয়া যেত। কিন্তু গত বছরের ডিসেম্বর থেকে পাসপোর্ট জমা দিয়ে সৃষ্টিকর্তার ভরসায় থাকতে হচ্ছে। কারণ থাই ইমিগ্রেশন বিভাগ ভিসা পদ্ধতিতে পরিবর্তন এনে যে কোনো ভিসার আবেদন অনুমোদন করছে ব্যাংকক থেকে। আবেদনের প্রতিটি কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। নতুন পদ্ধতিতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে আবেদনকারীদের ভিসা পেতে দেরি হচ্ছে। একই ধরনের দীর্ঘসূত্রতার ভোগান্তি তৈরি হয়েছে ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসার জন্য প্রায়শ সিঙ্গাপুর যাওয়া বাংলাদেশিদের ক্ষেত্রে। মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ করে দেওয়ার পর এখন প্রায় সব ধরনের ভিসাই বন্ধ। পরিচিতির সুবাদে বিশেষ বিবেচনায় মালয়েশিয়ার ভিসা পাওয়া গেলেও সে সংখ্যা খুব বেশি নয়। যুক্তরাজ্য সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে ভিসা অফিস নয়াদিল্লিতে সরিয়ে নিয়েছে। আগে সিলেট থেকেও ভিসা ইস্যু করত ব্রিটিশ সরকার। এখন তা দিল্লি থেকে দেওয়া হচ্ছে। এতে ভিসাপ্রার্থীদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। সবচেয়ে জটিল হয়ে দাঁড়িয়েছে কানাডার ভিসা পাওয়া। যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া এক সময় সোনার হরিণ বলে বিবেচিত হলেও সাম্প্রতিককালে তারা অনেকটা উদার। কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘ মেয়াদের মাল্টিপল ভিসাও দিচ্ছে তারা।  জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ভয়ে বিভিন্ন দেশ ভিসার ক্ষেত্রে কড়াকড়ি করলেও এ নীতির যথার্থতা প্রশ্নের ঊর্ধ্বে নয়। ভিসার ক্ষেত্রে কড়াকড়ি বরং জঙ্গিবাদীদের উদ্দেশ্য পূরণ করছে। জাতিতে জাতিতে বিশ্বাসের যে সংকট সৃষ্টি হচ্ছে তা কাম্য হওয়া উচিত নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর