শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

জলদস্যুবিরোধী অভিযান

শেকড় উৎপাটনের উদ্যোগ নিন

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে চার সন্দেহভাজন জলদস্যু নিহত হয়েছে। নিহত জলদস্যুদের মধ্যে নয়ন বাহিনীর প্রধানও রয়েছে। বরগুনা জেলার পাথরঘাটার ১৯ জেলেকে কয়েক দিন আগে জলদস্যুরা মুক্তিপণের দাবিতে আটক করে। তাদের উদ্ধারে র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালানোর সময় দুই পক্ষের গোলাগুলিতে কথিত জলদস্যুরা নিহত হয়। এ সময় জলদস্যুদের কাছ থেকে দুটি দোনলা ও চারটি একনালা বন্দুক, চারটি কাটা রাইফেল, দুটি এয়ারগান, ছয়টি ওয়ান শুটারগান এবং অন্যান্য অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। স্মর্তব্য, সুন্দরবনসহ দেশের উপকূল ভাগে জলদস্যুদের উৎপাত চলছে দীর্ঘদিন ধরে। জলদস্যুদের সঙ্গে স্থানীয় অসৎ রাজনীতিক এবং প্রশাসনের কারও কারও সম্পর্ক নিয়েও অভিযোগ রয়েছে। উপকূলবর্তী এলাকার মানুষ কার্যত বিভিন্ন জলদস্যু গ্রুপের কাছে জিম্মি। বিশেষত জেলেদের পক্ষে জলদস্যুদের মাসহারা না দিয়ে মাছ শিকার একেবারেই অসম্ভব। নিয়মিত বখরা নেওয়ার পরও জলদস্যু দলের সদস্যরা প্রায়ই মুক্তিপণ আদায়ের জন্য জেলেদের আটক করে। মুক্তিপণ দিতে ব্যর্থ হলে নির্যাতনের পর আটক জেলেদের মেরে ফেলা হয় এমন অভিযোগও ব্যাপক। সুন্দরবনে ছয়-সাত বছর ধরে নয়ন বাহিনীর তত্পরতা ছিল অপ্রতিরোধ্য। দুই মাস আগে পনিরঘাট এলাকায় র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নয়ন বাহিনীর প্রধান ছগির ভাণ্ডারী নিহত হওয়ার পরও এ বাহিনীর দৌরাত্ম্য থামেনি। দেশের উপকূল ভাগের নিরাপত্তা নিশ্চিত করতে বিচ্ছিন্নভাবে কোনো বিশেষ জলদস্যু দলের বিরুদ্ধে অভিযান পরিচালনাই যথেষ্ট নয়, দস্যুদের শেকড় উপড়ে ফেলার পদক্ষেপ নিতে হবে। জলদস্যুদের পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় বেশ কয়েকজন জলদস্যু প্রার্থী হয়েছেন বলে অভিযোগ রয়েছে। যা দুর্বৃত্তায়নের রাজনীতির নিকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। জলদস্যুদের দমনে তাদের পেছনে রাজনৈতিক মদদ বন্ধ করতে হবে। এ জন্য চাই রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা। জলদস্যুসহ সমাজবিরোধীরা যাতে কোনো রাজনৈতিক দলের মদদ না পায় সে বিষয়টি একমাত্র তারাই নিশ্চিত করতে পারেন।  উপকূলীয় এলাকার জেলেদের নিরাপত্তা শুধু নয়, দেশের অর্থনীতির স্বার্থেই জলদস্যুদের তত্পরতা রোধে সংশ্লিষ্ট সবাই কঠোর হবেন আমরা এমনটিই দেখতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর