শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা
বায়তুল মোকাররমের খুতবা

গৃহকর্মীদের প্রতি আচরণে ইসলামের নির্দেশনা

মাওলানা এহসানুল জিলানী, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

বর্তমানে আমরা বড়ই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে, সামাজিক ও নাগরিক জীবনে বাড়ির কাজের লোক যারা শিশু, নারী-পুরুষ আর্থিক অসহায়ত্বের জন্য আমাদের বাসাবাড়িতে কাজ করে তাদের প্রতি আমাদের উত্তম আচরণের অভাব রয়েছে। শিশুদের প্রতি অমানবিক আচরণ করা গৃহকর্তা ও গৃহকর্ত্রীর ক্ষেত্রে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়া, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন, কর্কশ ব্যবহারও করা হয় তাদের সঙ্গে। অপ্রাপ্ত বয়স্ক কাজের মেয়েদের যৌন হয়রানি করার মর্মান্তিক ঘটনা প্রায় সময় পত্রপত্রিকা ও বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়ে থাকে। অথচ ইসলামের নির্দেশনা হলো তোমরা নিজে যা খাবে তাই তাদের খাওয়াবে। যা পরিধান করবে তাই তাদের পরিধান হিসেবে দেবে। তাদের কখনো নীচু বা খাটো করে দেখবে না। রসুল (সা.) বলেছেন, তুমি তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, যা তুমি নিজের জন্য পছন্দ কর, আর যা নিজের জন্য অপছন্দ কর তা অপর ভাইয়ের জন্য অপছন্দ করবে। এক হাদিস শরিফে হজরত আনাস (রা.) বলেন, আমি ১০ বছর পর্যন্ত প্রিয় নবীজি (সা.)-এর গৃহাভ্যন্তরে কাজ করেছি। রসুল (সা.) তার খাদেম হিসেবে আমাকে খুবই স্নেহ করতেন। যে কোনো পারিবারিক কাজ ছাড়াও যে কোনো গৃহস্থালি কাজকর্মে আমি নিয়োজিত ছিলাম। কিন্তু আশ্চর্য যে, এই দীর্ঘ সময়ে কাজ করতে গিয়ে আমার অনেক ভুল হয়েছে। অনেক নির্দেশ সঠিকভাবে পালন করতে পারিনি। অনেক বিষয় কখনো জটিলও হয়ে গেছে, কিন্তু প্রিয় নবী (সা.) কোনো দিন আমাকে ধমক দেবেন তো দূরের কথা, কখনো বলেননি তুমি কেন এ কাজটি করলে না? হজরত আনাসের প্রতি রসুল (সা.)-এর এই যে আচরণ তা গৃহকর্মী ও অধীনস্থদের প্রতি ইসলামের নির্দেশনা কী— তা স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে আমরা নিজেদের অধীনস্থদের প্রতি কত নির্মম আচরণ করছি তা ভাবার বিষয়। একবার হজরত আবু বকর সিদ্দিক (রা.) স্বীয় অধীনস্থ গোলামের প্রতি খুবই রাগান্বিত হয়ে গেলেন। বড় ধরনের কোনো অন্যায়ের কারণেই নিশ্চয় তিনি ক্ষুব্ধ হন। ফলে হজরত আবু বকর (রা.) ভৃত্যকে কিছু ভর্ত্সনা করেছিলেন। হঠাৎ পেছন দিক থেকে রসুল (সা.) আসেন এবং হজরত আবু বকর (রা.)-এর কথাগুলো শুনে ফেলেন এবং অসন্তুষ্ট হন। রসুল (সা.) হজরত আবু বকর (রা.)-কে উদ্দেশ করে বললেন, কাবার কসম : তুমি সিদ্দিক হবে অথচ তোমার গোলাম, ভৃত্যকে অভিসম্পাত করবে তা হয় না।

সর্বশেষ খবর