সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

কনস্টান্টিনোপল বিজয়

তুর্কিদের কনস্টান্টিনোপল বিজয় ইসলামের ইতিহাসে একটি তাত্পর্যপূর্ণ ঘটনা। এ বিজয়ের বিশেষ কতকগুলো প্রয়োজনীয়তা ছিল। প্রথমত, খলিফা মুয়াবিয়া কনস্টান্টিনোপলের রাজনৈতিক ও সামরিক গুরুত্ব অনুধাবন করে এ শহরটি দখলের চেষ্টা করেন কিন্তু ১২৫৮ খ্রিস্টাব্দে খিলাফতের পতনের পর অটমান তুর্কিদের ওপর এই অসম্পূর্ণ কাজটি ন্যস্ত হয়। এর জন্য ওসমান, বায়েজিদ ও মুরাদ বহুবার অভিযান করে দুর্গ-নগরটি অধিকারের প্রয়াস পান। কিন্তু গ্রিক সাম্রাজ্যকে কর দানে বাধ্য করা ছাড়া এটা দখল করা সম্ভবপর হয়নি; দ্বিতীয়ত, কনস্টান্টিনোপলের পূর্ব ও পশ্চিম দিক তুর্কি অধিকৃত অঞ্চল দ্বারা পরিবেষ্টিত ছিল। বুলগেরিয়া, সার্বিয়া, বসনিয়া, স্যালোনিকা সম্পূর্ণরূপে তুর্কিদের পদানত হয় এবং মোরিয়া বশ্যতা স্বীকার করে। এমতাবস্থায় ইউরোপীয় তুর্কি অঞ্চলের নিরাপত্তা এবং এশিয়া ইউরোপের মধ্যে যাতায়াত নিশ্চিতকরণের জন্য কনস্টান্টিনোপল দখল করা বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। প্রাইসের ভাষায়, ‘সম্ভবত চতুষ্পার্শ্বে বিদেশি অঞ্চল দ্বারা পরিবেষ্টিত একখণ্ড ভূমিস্বরূপ শহর শূন্যে ঝুলে থাকতে পারে না।’ তৃতীয়ত, দুর্বল পতনোন্মুখ গ্রিক সাম্রাজ্য ও নব-প্রতিষ্ঠিত শক্তিশালী তুর্কি সাম্রাজ্য ছিল পরস্পরের প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন। রাজনৈতিক অসন্তোষ, অরাজকতা, ধর্মীয় অনাচার, ল্যাটিন শক্তির আক্রমণ, ভেনিসীয়দের ব্যবসায়িক মনোবৃত্তিতে অর্থনৈতিক বিপর্যয়, সেনাবাহিনীর বিশৃঙ্খলা প্রভৃতি কারণে পঞ্চদশ শতাব্দীতে বায়জানটাইন সাম্রাজ্যের অধঃপতন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। দ্বিতীয় মুহম্মদ প্রাচ্যের রানী নামে অভিহিত এই শহরটি দখল করে প্রমাণ করেন যে, বায়জানটাইন সাম্রাজ্য দুর্বল ও অসহায় ছিল। এলান বুলাক যথার্থই বলেন, ‘১২০৪ হতে ১৪৪৩ পর্যন্ত সময়কাল বায়জানটিয়ান ছিল দীর্ঘদিন যাবৎ মৃত্যুযন্ত্রণায় বিকারগ্রস্ত শহর।’ প্রাইস বলেন, তুর্কিরা এককালীন উজ্জ্বল রত্নের মতো শহরটি অধিকারে ইতস্তত করে, কারণ তাদের আশঙ্কা ছিল, অধঃপতন ও নৈতিক অনাচারের প্লেগে জর্জরিত শহর অধিকৃত হওয়ার পর তুরস্কের মতো নতুন জীবনে আন্দোলিত সাম্রাজ্যকে গ্রাস করতে পারে। জর্জ ইয়াঙ্গের মতে, ‘এটা অবশ্যম্ভাবী যে, শক্তিশালী তুর্কি জাতি দুর্বল গ্রিকদের স্থান পূরণ করবে।’ চতুর্থত, রাজনৈতিক ও সামরিক প্রয়োজন ছাড়াও সুলতান মুহম্মদ সমরাভিযানে গৌরব অর্জন করার নিমিত্ত পাঁচ শতাব্দী যাবৎ মুসলিম প্রচেষ্টাকে চূড়ান্ত পর্যায়ে আনার সংকল্প করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর