মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

বাইজানটাইন দূতের আশঙ্কা

১৪৫১ সালে বাইজানটাইন রাষ্ট্রদূত ও ইতিহাসবিদ ঝঢ়যত্ধহঃুবং দ্বিতীয় মুহম্মদের সিংহাসনারোহণের সংবাদে আতঙ্কিত হন এবং মন্তব্য করেন যে, যৌবনদীপ্ত সমরকুশলী নতুন সুলতান মুহাম্মদের জীবনের প্রধান অভিলাষই ছিল কনস্টান্টিনোপল বিজয়। এ উদ্দেশ্য বাস্তবায়নে তিনি তিন বছরের জন্য হাঙ্গেরি বিশেষভাবে হুনিয়াদির সঙ্গে সন্ধিতে আবদ্ধ হন। এশিয়া মাইনরের কারামানলিয়াদের নিরস্ত্র করার জন্য তাদের মধ্য থেকে একজন মহিলাকে বিয়ে করেন। তিনি পিলোপোনেসাসে সেনা প্রেরণ করে গ্রিক সম্রাটের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের অবসানের প্রয়াস পান যাতে তারা কনস্টান্টিনোপল অভিযান থেকে বিরত থাকেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর