শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই

বাস্তবতার নিরিখে কৌশল গ্রহণ কাম্য

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ওয়াশিংটনে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব নিশা দেশাই বিসওয়াল বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে মনে করে এবং বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে আগ্রহী। বাংলাদেশকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে উল্লেখ করে দেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসাও করেছেন। জঙ্গিবাদ একটি বিশ্বজনীন সমস্যা। এটি যেমন যুক্তরাষ্ট্রের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তেমনি বাংলাদেশসহ অন্য সব দেশের জন্যও। মানব সভ্যতার জন্য হুমকি সৃষ্টি করছে জঙ্গি নামের বর্বরতার চর্চা। মানব সমাজের মধ্যে হিংসা ও বিভেদের বীজ বপনকারী জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ বরাবরই সুস্পষ্ট ভূমিকা পালন করছে। উদার মুসলিম দেশ হিসেবে দুনিয়াজুড়ে বাংলাদেশের যে পরিচিতি ও সুনাম রয়েছে তা অক্ষুণ্ন রাখতেই বাংলাদেশ জঙ্গিবাদ ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রথম থেকেই শক্ত অবস্থান নিয়েছে। দক্ষিণ এশিয়ায় মুসলিম অধ্যুষিত চারটি দেশের দুটি কার্যত জঙ্গিবাদের পদানত হলেও বাংলাদেশে তাদের থাবা বিস্তার সম্ভব হয়নি জঙ্গিবাদের বিরুদ্ধে এদেশের মানুষের সুস্পষ্ট অবস্থানের জন্য। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার যে আশাবাদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে তা  বাংলাদেশের জনগণের জঙ্গিবাদবিরোধী চেতনাকে শক্তিশালী করবে বলে আশা করা যায়। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রতিটি দেশকে তাদের নিজেদের বাস্তবতা অনুযায়ী কৌশল অবলম্বন করতে হবে। এ ক্ষেত্রে ব্যত্যয় হওয়ায় দুনিয়ার বহু দেশ জঙ্গিবাদ দমনের বদলে তাতে আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে। আমরা আশা করব বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যে কৌশল অবলম্বন করছে তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের পাশে থাকার অঙ্গীকারও প্রশংসার দাবিদার।  এ অঙ্গীকারের বাস্তবায়নে ওয়াশিংটনের সদিচ্ছা প্রতিফলিত হবে এমনটিই কাঙ্ক্ষিত।

সর্বশেষ খবর