সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বোমাবাজরা ছাড়া পায় কেন

এ বদান্যতার অবসান হওয়া উচিত

একের পর এক বোমাবাজ ছাড়া পেয়ে যাচ্ছে পুলিশি তদন্তের গোঁজামিল আর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘বদান্যতায়’। হাতেনাতে বোমাসহ ধরা পড়া শতাধিক আসামি ইতিমধ্যে রেহাই পেয়েছেন তদন্তের ফাঁকফোকরের সুযোগে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ বিষয়ে পুলিশের ওপর দোষ চাপালেও তাদের ভূমিকাও ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না’র মতো। আসামিদের অব্যাহতি পাওয়া না পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ভূমিকাও প্রভাব ফেলে। আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও পুলিশ যদি তার অব্যাহতি চায় সে ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আদালতে মামলাটি পুনঃতদন্তের আবেদন করতে পারে। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও ‘রহস্যজনক’ কারণে পুলিশ ফাঁকফোকর রেখে তদন্ত রিপোর্ট দেওয়ায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তা মেনে নেওয়ায় গত বছরের ৩১ জানুয়ারি বিস্ফোরক ও পেট্রলবোমাসহ হাতেনাতে ধরা পড়া ১২ আসামি বিচারের আগেই রেহাই পেয়েছে। আমাদের দেশে প্রচলিত একটি প্রবাদ হলো যমে ধরলে ১৮ ঘা আর পুলিশে ধরলে ৩৬ ঘা। পুলিশের এক বড় অংশের বিরুদ্ধে যে ক্ষেত্রে নিরীহ মানুষকেও দোষী বানিয়ে ফায়দা লোটার অভিযোগ রয়েছে, সে ক্ষেত্রে হাতেনাতে ধরা পড়া বোমাবাজদের বিরুদ্ধে কোন স্বার্থে গোঁজামিল দেওয়া চার্জশিট দাখিল করা হয়, সে বিষয়টি পর্যালোচনার দাবি রাখে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যারা দায়িত্ব পালন করেন, তাদের একাংশের আনুগত্য রাষ্ট্রের প্রতি না অন্য কিছুর প্রতি এমন একটি প্রশ্ন প্রায়ই উচ্চারিত হয়। দুর্বল তদন্ত রিপোর্টের ক্ষেত্রে যেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দায়িত্ব হওয়া উচিত আদালতে পুনঃতদন্তের আবেদন করা, সে ক্ষেত্রে কোন স্বার্থে তারা মুখে কুলুপ এঁটে রাখেন, সে বিষয়টিও উদঘাটনের দাবি রাখে। সাধারণ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অপরাধীদের প্রতি বোধগম্য কারণে অহরহই উদারতা দেখিয়ে থাকেন এবং এটি একটি ওপেন সিক্রেট। কিন্তু বোমাবাজদের ক্ষেত্রেও তারা অভিন্ন নীতি অনুসরণ করবেন, আর সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে এটি কাম্য হওয়া উচিত নয়। তদন্তকারীদের বেতন-ভাতা দেওয়া হয় জনগণের ট্যাক্সের টাকা থেকে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যে সম্মানী পান তা কোনো ব্যক্তি বিশেষ নয়, জনগণের পকেট থেকে আসে। তাদের নিরাপত্তা বিঘ্নিত করে যারা বোমাবাজদের মুক্তি নিশ্চিত করতে তদন্তের নামে ও মামলা পরিচালনার নামে রহস্যজনক খেলা খেলছেন, তারা নিজেদের মানুষ নামের পরিচিতিকে প্রশ্নবিদ্ধ করছেন কিনা ভেবে দেখা উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর