মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে পানি সংকট

সমস্যা সমাধানের উদ্যোগ নিন

রাজধানীতে গ্রীষ্মের দাবদাহ যত বাড়ছে ততই বাড়ছে পানির সংকট। পানির দাবিতে মগবাজার ও মিরপুর ১০ নম্বরের এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছে। রাজধানীর বেশির ভাগ এলাকায় চলছে পানি সংকট। চাহিদার তুলনায় পানির সরবরাহ যেমন কম তেমন তার মান নিয়েও রয়েছে প্রশ্ন। রাজধানীর মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, কলাবাগান, ফ্রি স্কুল স্ট্রিট, মালিবাগ, যাত্রাবাড়ীসহ পুরান ঢাকার অনেক জায়গায় চলছে পানির সংকট। রাজধানীতে ওয়াসার পক্ষ থেকে যে পানি সরবরাহ করা হয় তা অন্য সময়ের চাহিদা পূরণ করলেও গ্রীষ্ম মৌসুমে প্রায়ই দেখা দেয় সংকট। রাজধানীর পানি সরবরাহে ওয়াসার তিনটি পানি শোধনাগার রয়েছে। এর পাশাপাশি রয়েছে ৭৩০টি গভীর নলকূপ। সব মিলিয়ে প্রতিদিন ২৪৫ কোটি লিটার পানি উৎপাদন করে ওয়াসা। ওয়াসার কর্মকর্তাদের মতে, নগরবাসীর চাহিদার তুলনায় তারা বেশি পানি উৎপাদন করছেন। তবে পাইপলাইনের ত্রুটির কারণে অনেক এলাকায় পানি পৌঁছে না। যান্ত্রিক কারণে কখনো কখনো পানি উৎপাদনে ব্যাঘাত ঘটে। পানির লাইন সংস্কারকাজের জন্যও সরবরাহে বিঘ্ন হয়। যে কারণেই পানি সরবরাহে বিঘ্ন হোক না কেন গ্রীষ্মের দাবদাহের সময় পানি সংকট হলে নাগরিকদের কী ধরনের কষ্টকর অবস্থার শিকার হতে হয়, তা সহজেই অনুমেয়। চাহিদার তুলনায় অপর্যাপ্ত সরবরাহের পাশাপাশি কোনো কোনো এলাকায় ময়লা ও দুর্গন্ধ পানির সরবরাহ জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। দুর্গন্ধ পানি ব্যবহার করে অনেকে পেটের পীড়ায় ভুগছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। পানির আরেক নাম জীবন। স্বভাবতই পানি সংকট একটি স্পর্শকাতর বিষয় এবং এর দ্রুত সমাধানের কথাই ভাবতে হবে। রাজধানীর যেসব এলাকায় পানি সরবরাহে বিঘ্ন ঘটছে, এ সমস্যার সমাধানে কর্তৃপক্ষ নজর দেবেন আমরা এমনটিই দেখতে চাই। যেসব এলাকায় সরবরাহকৃত পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকার অভিযোগ রয়েছে, সে ব্যাপারেও কর্তৃপক্ষের নজর আকর্ষিত হওয়া উচিত। রাজধানীর মানুষ ওয়াসার কাছ থেকে টাকার বিনিময়েই পানি পায়। গ্রাহকদের মানসম্মত পানি সরবরাহের দায়বোধ থেকেই যেসব এলাকায় সরবরাহ ও মান নিয়ে প্রশ্ন রয়েছে সেদিকে নজর দিতে হবে। এটি তাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর