বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

হিউয়েন-সাং

চীনা পর্যটক হিউয়েন-সাং ৬৩৬ খ্রিস্টাব্দে উড়িষ্যা ভ্রমণকালে সেখানে বৌদ্ধ বিহার ও ব্রাহ্ম মন্দির পাশাপাশি গড়ে উঠতে প্রত্যক্ষ করেছেন। প্রত্নতাত্ত্বিক খননের ফলে অনেক বৌদ্ধ স্থাপত্যিক নিদর্শন, ভাস্কর্য, সূতপ, বিহার প্রভৃতি আবিষ্কৃত হয়েছে। স্থাপত্যিক নিদর্শনের ক্ষেত্রে উড়িষ্যার প্রাচীন মন্দিরসমূহ অধিকাংশই গুপ্ত-পরবর্তী যুগের শিল্পরীতির প্রভাব বহন করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর