শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
ভেষজ

তাল

তাল গাছ খুব বড় হয়। এ গাছের কোনো শাখা-প্রশাখা  নেই। পাকা ফলে প্রচুর পরিমাণে ক্যারোটিন আছে। এ ফল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পাকা তালের রসের পিঠা গ্রামীণ বাংলাদেশের অনেকেরই প্রিয় খাদ্য। তাল গাছের রস ঘন ও উন্নত পানীয়। এ রস স্বাস্থ্যের জন্য উপকারী। এ রস জ্বাল দিয়ে গুড় তৈরি করা যায়। এ ছাড়া তালের রসের চিনি থেকে তালমিছরি প্রস্তুত করা হয়। তালমিছরি কাশির জন্য উপকারী।

     ডা. আলমগীর মতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর