বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

পারস্য অভিযান

সুলতান সোলায়মানের রাজত্বকালে তুর্কি রাজ্যের সর্বাধিক সম্প্রসারণ হয়। এই সম্প্রসারণ কেবল ইউরোপ ভূখণ্ড ও ভূমধ্যসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না, এশিয়ায়ও সোলায়মানের সমরনীতির বলিষ্ঠ রূপায়ণ দেখা যায়। শিয়া পারস্য ও সুন্নি তুরস্কের মধ্যে বহু যুগ হতে ধর্মীয় রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বিরোধ বিদ্যমান ছিল এবং সেলিমের রাজত্বে সাফাভি বংশের অভ্যুত্থানের পর হতে যে যুদ্ধ ও আঞ্চলিক সংঘর্ষ চলে আসছিল তা সোলায়মানের সময়েও অব্যাহত ছিল। শাহ ইসমাইলের মৃত্যুর পর তার নাবালক পুত্র শাহ তাহমাসপ সিংহাসনে আরোহণ করেন। এই সুযোগে সোলায়ান তার পুত্রকে অভিযানে প্রেরণ করেন। শাহ তাহমাসপ সমূহ বিপদে বিচলিত হয়ে হাঙ্গেরির রাজা এবং অস্ট্রিয়ার সম্রাট পঞ্চম চার্লসের কাছে সাহায্য প্রার্থনা করেন। এর ফলে সোলায়মান শিয়া সাফাভি বংশের বিরুদ্ধে সমরপ্রস্তুতি গ্রহণ করেন এবং ১৫৪৪ খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী ইব্রাহিম পাশাকে একটি বিশাল সৈন্যসহ পারস্য অভিযানে পাঠান। ইব্রাহিম তাব্রিজ দখল করেন এবং তথায় সুলতানের সৈন্যবাহিনীর সঙ্গে মিলিত হন। উভয়ের সম্মিলিত বাহিনী মসুল ও বাগদাদ অধিকার করে। শাহ তাহমাসপ তুর্কি সুলতানের বিরুদ্ধে কোনোরূপ প্রতিরোধ সৃষ্টি করেননি; কারণ সুশিক্ষিত তুর্কি বাহিনীর মোকাবিলা করা ক্ষুদ্র ও দুর্বল পারস্য বাহিনীর পক্ষে সম্ভবপর ছিল না। এ অভিযানের ফলে মসুল ও বাগদাদ তুর্কি সাম্রাজ্যভুক্ত হয়।

চার বছর পরে ১৫৪৮ খ্রিস্টাব্দে সোলায়মান দ্বিতীয়বারের মতো পারস্য অভিযান করেন এবং তাব্রিজসহ দুর্ভেদ্য ভান দুর্গ স্থায়ীভাবে দখল করেন। ‘ব্যাকটিয়ান সুফী’ শাহ তাহমাসপ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন মাত্র এবং সম্মুখ সংঘর্ষ এড়িয়ে যান। এর ফলে প্রতিবেশী দুই মহাশক্তির সাক্ষাৎ যুদ্ধ সংঘটিত হয়নি। বলা বাহুল্য, তুর্কিদের রণনৈপুণ্য ও যুদ্ধস্পৃহা ইউরোপ ও এশিয়ায় একটি নবচেতনার সৃষ্টি করে। পারস্য অভিযান সফল হলেও দুর্গম পথ ও প্রতিকূল আবহাওয়ায় পর্যাপ্ত রসদের অভাবে তুর্কি বাহিনীর বিপর্যয় ঘটে। ১৫৫৩ খ্রিস্টাব্দে পারস্যের শাহ তুর্কি অঞ্চল এরজেরুম দখল করলে সুলতান সোলায়মান ইউরোপে যুদ্ধাভিযানে ব্যস্ত হলেও পারস্যে একটি বাহিনী প্রেরণ করেন। অতি সহজে তুর্কিরা তাদের তৃতীয় অভিযানে সাফল্য অর্জন এবং সমগ্র ইউক্রেটিসের পূর্বে আগ্রাসন পরিচালিত করে। বহুদিন যাবৎ প্রতিবেশী এ দুই রাষ্ট্রের শত্রুতা নিরসনের জন্য ১৫৫৪ খ্রিস্টাব্দে শাহ এরজেরুমে সুলতানের কাছে একটি সন্ধির প্রস্তাব করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর