রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
বিচিত্রিতা

পার্লহার্বার

মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো স্টেট বা রাজ্য বা প্রদেশ আছে, তার মধ্যে দুটির বৈশিষ্ট্য ভিন্নতর। একটি মহাদেশের মধ্যে অবস্থিত হলেও ভৌগোলিকভাবে উত্তর দিকে অনেক দূরে, এই প্রদেশ বা স্টেটের নাম আলাসকা। আরেকটি স্টেট বা প্রদেশের নাম হলো হাওয়াই। হাওয়াই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত, আমেরিকার সর্বশেষ বা কনিষ্ঠতম স্টেট বা প্রদেশ। রাজধানীর নাম হনুলুলু। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পেসিফিক কমান্ড’-এর সদর দফতর হনুলুলুতে অবস্থিত।

বড় একটি নৌ ঘাঁটি এখানে আছে;  নৌ ঘাঁটির নাম পার্লহার্বার। ১৯৩৯ সালে জার্মানি ফ্রান্স আক্রমণ করেছিল; এর মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এশিয়া মহাদেশের পূর্ব অংশের দূরতম দেশ জাপান জার্মানির পক্ষ নিয়েছিল। জাপান ১৯৪১ সালে জাপানি বোমারু বিমান পাঠিয়ে হাওয়ায় দ্বীপপুঞ্জে অবস্থিত নৌ ঘাঁটির ওপর বোমাবর্ষণ করেছিল। এ হামলার মাধ্যমেই আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করার জন্য কার্যত আমন্ত্রণ জানানো হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এবং ১৯৬০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ চলাকালে হাওয়াই দ্বীপপুঞ্জ একটি গুরুত্বপূর্ণ ঘাঁটির ভূমিকা পালন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর