সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
বিচিত্রিতা

রংধনু রঙের খাবার

রংধনু রঙের খাবার

রেইনবো অর্থ রংধনু। রংধনুতে থাকে সাতটি রং যথা বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা লাল। আর রেইনবো ফুড বা ডায়েট বলতে বোঝায় যে খাদ্য তালিকায় এ সাতটি রঙের খাবার থাকে। রেইনবো ফুড দেহকে একই সঙ্গে হালকা পাতলা ও স্বাস্থ্যবান হতে সাহায্য করে।

বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা যায়, রঙিন ফলমূল এবং শাক-সবজিতে থাকে ফাইটোকেমিক্যাল, রঞ্জক পদার্থ এবং এন্টি-অক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং দেহকে সুস্থ রাখতে, উদ্যমী ও স্বাস্থ্যবান করতে কাজ করে। প্রাকৃতিক রঞ্জক থেকে পাওয়া এসব এন্টি-অক্সিডেন্ট, ফ্রি-র‌্যাডিকেল দ্বারা যে মলিকুলার অক্সিডেশন ঘটে তার বিরুদ্ধে কাজ করে। আমাদের দেহের প্রতিটি জায়গায় রাসায়নিক বিক্রিয়া ঘটে। কোষের রাসায়নিক বিক্রিয়ার সময় অক্সিজেন ব্যবহৃত হয়। তখন কিছু ফ্রি-র‌্যাডিকেল উত্পন্ন হয় যা কোষের জন্য ক্ষতিকর। বেশি পরিমাণ ফ্রি-র‌্যাডিকেল ডিএনএ বা অন্যান্য কোষকে আক্রমণ করে এমনকি মেরেও ফেলতে পারে। কিন্তু ফলমূল এবং শাক-সবজি থেকে আমরা যে এন্টি অক্সিডেন্ট পাই তা এই শত্রু ফ্রি-র‌্যাডিকেলের কার্যকারিতা নষ্ট করে দেয়।   ডা. আলমগীর মতি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর