বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রডের বদলে বাঁশ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন চারতলা ভবন নির্মাণে রডের বদলে বাঁশের বাতা ব্যবহারের অভিযোগ নিয়ে সারা দেশে চলছে হৈচৈ। ৩০ কোটি টাকা ব্যয়ে ২০০৮ সালে এ ভবনটির নির্মাণকাজ শুরু হয় এবং ২০১২ সালে তা উদ্বোধন করা হয়। উদ্বোধনের চার বছরের মধ্যেই ভবনটির বিভিন্ন স্থানে পলেস্তারা ঝরে পড়ছে। ভবন নির্মাণে কী ধরনের ফাঁকিবাজির আশ্রয় নেওয়া হয়েছে এটা তার সাক্ষাৎ প্রমাণ। পলেস্তারা ঝরে পড়ার কারণেই ফাঁস হয়ে পড়েছে ভবন নির্মাণে কোথাও কোথাও রডের বদলে বাঁশের বাতা ব্যবহারের বিষয়টি। রাজশাহী মেডিকেল কলেজের আলোচ্য ভবনটি নির্মিত হয়েছে গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে। এ বিভাগের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা দায়িত্ব পালনে যে আদৌ সততার পরিচয় দেননি তা স্পষ্ট হয়ে উঠেছে চার বছর না যেতেই পলেস্তারা উঠে যাওয়ার ঘটনায়। তৃতীয় তলায় লিফটের পাশ থেকে দুটি বাঁশের বাতা বেরিয়ে আসার ঘটনায় প্রমাণ হয়ে গেছে ভবন নির্মাণের সঙ্গে জড়িতরা সত্ভাবে দায়িত্ব পালনের বদলে থিফ অব বাগদাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। যেনতেন প্রকারে মেডিকেল কলেজের বহুতল ভবন করতে গিয়ে তারা যে চৌর্যবৃত্তির আশ্রয় নিয়েছে, তাতে নিজেদের পকেট স্ফীত হলেও এ ভবন ব্যবহারকারীদের জীবন যে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে তা সহজেই অনুমেয়। বাংলাদেশ প্রতিদিনে গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্সের পক্ষে সাফাই গেয়ে বলেছেন বাঁশের বাতা ব্যবহারের বিষয়টি বড় ধরনের সমস্যা নয়। আমাদের জানা মতে, সরকারি নির্মাণকাজ সুষ্ঠুভাবে সমাধা করার জন্যই গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের পোষা হয়, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গাওয়ার জন্য নয়। ভবন নির্মাণে রডের বদলে বাঁশের বাতা ব্যবহার ও অন্যান্য কারচুপির পিছনে তাদের যোগসাজশ ছিল বলেই চার বছরের ব্যবধানে গুরুত্বপূর্ণ একটি ভবনের পলেস্তারা ধসে পড়ছে— এমনটি বলা হয়তো অত্যুক্তি হবে না। রাজশাহী মেডিকেল কলেজের সংশ্লিষ্ট ভবন নির্মাণে কারচুপির আশ্রয় নেওয়া হয়েছে কিনা একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের মাধ্যমে তদন্ত হওয়া উচিত। এ ব্যাপারে যারা দায়ী তাদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করা হবে আমরা এমনটিও দেখতে চাই। সরকারি নির্মাণকাজে ব্যয়িত অর্থ আসে জনগণের ট্যাক্সের টাকা থেকে। এ অর্থ লুটপাটের অধিকার কারোরই থাকা উচিত নয়। এ সংক্রান্ত দুর্নীতি বন্ধে সরকার কঠোর হবে জনগণ তা দেখতে চায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর