সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

বৈদেশিক নীতি

ভারতের ব্রিটিশ শক্তিকে সর্বাত্মক করে তোলাই ওয়েলেসলীর নীতির উদ্দেশ্য। প্রথমত, দেশীয় রাজ্যগুলোর রাষ্ট্রনীতিতে ফরাসি প্রভাব নষ্ট করা এবং দ্বিতীয়ত, অধীনতামূলক মিত্রতা নীতি দেশীয় নৃপতিগণের ওপর চাপিয়ে দিয়ে তাদের শক্তি খর্ব করার জন্যই বৈদেশিক নীতি প্রয়োগ করা হয়। এ সময় ভারতে তিনটি শক্তি প্রবল ছিল— হায়দরাবাদের নিজাম, মহীশূরের টিপু সুলতান এবং মারাঠা রাষ্ট্রসংঘ। ওয়েলেসলীর দৃষ্টি এ তিনটি শক্তির দিকে আকৃষ্ট হয়। এদের মধ্যে নিজামই ছিলেন সর্বাপেক্ষা দুর্বল। খর্দার যুদ্ধে মারাঠাদের হাতে পরাজিত হওয়ার পর তিনি হীনবল হয়ে পড়েছিলেন। সুতরাং অধীনতামূলক মিত্রতাসূত্রে আবদ্ধ হতে বলা হলে তিনি মারাঠা আক্রমণের ভয়ে এতে সাড়া দিয়ে আত্মরক্ষা করেন। ওয়েলেসলীর এ নীতির বিরোধিতা করতে গিয়ে টিপু সুলতান ক্ষতিগ্রস্ত হন এবং মারাঠা শক্তি খর্ব হয়। এভাবে লর্ড ওয়েলেসলী ভারতে ব্রিটিশদের সর্বময় কর্তৃত্ব স্থাপন করে তার আশা বাস্তবায়িত করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর