সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিনিয়োগবান্ধব নির্দেশনা

নজরদারিও অব্যাহত রাখুন

বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশ হিসেবে ভাবা হয়। ১৬ কোটিরও বেশি জনসংখ্যার এ দেশের নিজস্ব বাজারও বিশাল। বিনিয়োগের ক্ষেত্রে যে সুবিধার গুরুত্ব কম নয়। বাংলাদেশের পাশেই রয়েছে বিশ্বের দুটি জনসংখ্যাবহুল দেশ ভারত ও চীন। বিশ্ব অর্থনীতিতেও এ দুই দেশের স্থান এখন সামনের কাতারে। বিনিয়োগের জন্য বাংলাদেশের সরকারি নীতিমালাও বেশ উদার। কিন্তু তারপরও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এযাবৎ এগোতে পারেনি আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার কারণে। বিশ্বব্যাংকের ব্যবসায় পরিবেশের সূচক বাংলাদেশের স্থান পেছনের দিকে। দেশকে দ্রুত এগিয়ে নিতে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলোর গন্থিমোচনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে পাঠানো চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে বিনিয়োগ প্রস্তাব সংক্রান্ত কোনো ফাইল আটকে রাখতে পারবে না সরকারের কোনো সংস্থা। এ সংক্রান্ত সেবার বিনিময়ে অতিরিক্ত অর্থ দাবি করাও যাবে না। সিদ্ধান্ত গ্রহণের নামে চলবে না দীর্ঘসূত্রতা। যদি কোনো সংস্থায় এ ধরনের প্রক্রিয়াগত জটিলতা থাকে তবে তার কারণ চিহ্নিত করে সেটি দূর করার জন্য ‘অ্যাকশন প্ল্যান’ নিতে হবে। ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাংকের ব্যবসায় পরিবেশের সূচকে বাংলাদেশের অবস্থান ৭৬ ধাপ এগিয়ে কীভাবে প্রথম ১০০ দেশের তালিকায় আনা যায় সে লক্ষ্যকে সামনে রেখে পাঠানো নির্দেশনা তাত্পর্যের দাবিদার। সরকার যে বিনিয়োগ জটিলতার অবসানে বদ্ধপরিকর তা এ চিঠিতে স্পষ্ট হয়েছে। চিঠির সঙ্গে একটি খসড়া অ্যাকশন প্ল্যানও দেওয়া হয়েছে। বলা হয়েছে, সেটিকে অনুসরণ করেই সরকারের প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সংস্কার কার্যক্রম চালাতে হবে। বিনিয়োগের পরিবেশ উন্নত করতে ইতিমধ্যে একাধিক মন্ত্রণালয় তোড়জোড় শুরু করেছে। একই জায়গা থেকে যাতে বিনিয়োগ সংক্রান্ত সব সেবা দেওয়া যায় সে লক্ষ্যে আইন প্রণয়নের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। বিচারিক দীর্ঘসূত্রতার কারণে বিনিয়োগ প্রক্রিয়া যাতে আটকে না যায় সে জন্যও নেওয়া হচ্ছে কার্যকর ব্যবস্থা। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে প্রস্তুত করার এ পদক্ষেপ প্রশংসাযোগ্য হলেও এর সুফল নিশ্চিত করতে নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা সে দিকেও নজর দিতে হবে। বিনিয়োগ ও দেশের উন্নয়ন যেহেতু অভিন্ন বিষয়, সেহেতু এ ক্ষেত্রে কোনো হেলাফেলাই কাম্য নয়।

সর্বশেষ খবর