সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ভেষজ

চাল

১. মুড়ি বা চিঁড়া ভেজানো জল খেলে বমি বন্ধ হয়। ২. হেঁচকি থামাতেও চিঁড়া মুড়ি ভেজানো জল উপকারী। ৩। চিঁড়া বা মুড়ির সঙ্গে নারিকেল খেলে অম্বল হয় না। ৪। রাতে গরম মুড়ি, নারিকেল বাটা ও মিশ্রি খেলে অম্লপিত্ত, অজীর্ণ ও কোষ্ঠবদ্ধতা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। ৫। মুড়ি গাওয়া ঘি, নুন ও আদার কুচি দিয়ে মেখে খেলে অজীর্ণ দূর হয় এবং অরুচিও কমে। ৬। পোড়া চাল ভাজা ও চিনি সমপরিমাণে মিশিয়ে খেলে প্রস্রাব বেশি হয়। ৭। একটু ভাত পুড়িয়ে নিয়ে তার সঙ্গে নিমপাতা ঘিয়ে ভেজে মিশিয়ে নিয়ে প্রলেপ দিলে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়। ৮। আতপ চাল ও দূর্বাঘাস সমান সমান নিয়ে একসঙ্গে পিষে খেলে ঋতুবন্ধ হলে উপকার পাওয়া যায়। ৯। ভাতের ফেনে মধু মিশিয়ে খেলে অত্যধিক তৃষ্ণা বা তৃষ্ণা রোগ সারে। ১০। মুড়ি ও মিশ্রি জলে ফুটিয়ে সেই জল বার বার খেলে শরীরের জ্বালা বা দাহ সারে। ১১। মুড়ি ফোটানো জল খেলে শ্বাসকষ্ট ও শোষ রোগ সারে। ১২। ভাতের ফেন, চিনি ও একটু সোরা মিশিয়ে খেলে প্রস্রাবের জোলাপের কাজ করে অর্থাৎ বার বার প্রস্রাব হয়ে শরীরের দূষিত পদার্থ বেরিয়ে যায়। ১৩। ভাতের ফেন খেলে সিদ্ধি খাওয়া নেশা দূর হয়।

     ডা. আলমগীর মতি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর