শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আবাসন খাতের সমস্যা

ঋণ তহবিল গঠনের প্রস্তাব যৌক্তিক

আবাসন মানুষের মৌলিক অধিকার। এ অধিকার পূরণে রাষ্ট্রের দায়কে মনে রেখেই বর্তমান সরকার তাদের নির্বাচনী অঙ্গীকারে ২০২১ সালের মধ্যে সবার জন্য আবাসন নিশ্চিত করার কথা বলেছিল। সন্দেহ নেই, আবাসন সমস্যার সমাধান সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে বেসরকারি খাতের বিশিষ্ট ভূমিকা রয়েছে এবং স্বাধীনতার পর আবাসন সমস্যার সমাধানে যে সাফল্য অর্জিত হয়েছে তার সিংহভাগের কৃতিত্বই তাদের পাওনা। আবাসন খাতে যথাযথ সরকারি আনুকূল্যের অভাবে এ বেসরকারি খাতটি এখন ধুঁকে ধুঁকে মরছে। আশার কথা আবাসন খাতের সমস্যা নিরসনের তাগিদ অনুভব করছে সরকার এবং এ জন্য জমির মালিক, আবাসন নির্মাতা এবং গ্রাহক এ তিন পক্ষের সঙ্গে আলোচনায় বসার কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আবাসন মালিকদের সংগঠন রিহ্যাবের পাঁচ দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধনকালে তিনি আবাসন খাতের তহবিল গঠনে সরকারের রিজার্ভ থেকে অর্থ বরাদ্দের সম্ভাব্যতা সম্পর্কেও আভাস দেন। বলেন, সরকার টাকা নিয়ে বসে আছে। তবে সে টাকা দিলে সরকার ও জনগণ কতটুকু ও কীভাবে লাভবান হবে সেটি বিবেচনার বিষয়। স্মর্তব্য, আবাসন মালিকরা গ্রাহকদের ফ্ল্যাট কেনার সুবিধার্থে ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন। গ্রাহকরা যাতে সহজ শর্তে ঋণ পায় তা নিশ্চিত করা হবে এ তহবিলের উদ্দেশ্য। এ ধরনের তহবিল হলে হাজার হাজার মানুষ ঋণ সুবিধায় ফ্ল্যাট কিনে তাতে উঠতে পারবে। আবাসন ক্ষেত্রে দেশে যে সর্বগ্রাসী সংকট চলছে তার গ্রন্থি মোচনে তহবিল অবদান রাখতে সক্ষম হবে। ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে এ মুহূর্তে যে অচলাবস্থা চলছে তাতে আবাসন খাতের অস্তিত্বই ঝুঁকির মুখে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন আবাসন ব্যবসায়ীরা। ফ্ল্যাট নির্মাণের পর বিক্রির ক্ষেত্রে সময়ক্ষেপণ আবাসন ব্যবসায়ীদের ঋণের বোঝা বৃদ্ধি করে। ফ্ল্যাট কেনার জন্য বিশেষ ঋণ তহবিল গঠন করা হলে ফ্ল্যাট ক্রেতার সংখ্যা বেড়ে যাবে। সরকারের অলস হয়ে থাকা রিজার্ভের টাকা একদিকে যেমন আবাসন সমস্যার সমাধানে অবদান রাখবে, অন্যদিকে সরকারের জন্যও মুনাফা নিশ্চিত করবে।  সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুবিধা ব্যাপক সংখ্যক মানুষকে ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখতে সাহস জোগাবে। এ খাতের অচলাবস্থা কাটাতে যা অবদান রাখবে বলে আশা করা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর