শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতির সার্চ কমিটি

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সফল হোক

নতুন নির্বাচন কমিশন নিয়োগে রাষ্ট্রপতি কর্তৃক সার্চ কমিটি গঠনকে আমরা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই অভিহিত করতে চাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির মাসব্যাপী সংলাপের পর গঠিত এ সার্চ কমিটিতে রাজনীতি নিরপেক্ষ বিশিষ্টজনদের স্থান দেওয়া হয়েছে। এর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সদস্য হিসেবে থাকছেন হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীন আখতার। সার্চ কমিটিতে সর্বোচ্চ আদালতের দুই বিচারপতি এবং সাংবিধানিক দুই প্রতিষ্ঠান প্রধানের পাশাপাশি দুজন বিশিষ্ট শিক্ষাবিদের অন্তর্ভুক্তি প্রশংসার দাবিদার। রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটি নিয়োগের সংলাপে রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। এতে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের সবাই স্ব-স্ব ক্ষেত্রে যেমন বিশিষ্টজন তেমনি দায়িত্বশীল মনোভাবের অধিকারী। সার্চ কমিটি সম্পর্কে সাধারণভাবে প্রায় সব রাজনৈতিক দলই ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে বিএনপি তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এটিকে আওয়ামী লীগের পছন্দের কমিটি বলে অভিহিত করে যে ক্ষুব্ধ মনোভাব দেখিয়েছে তা অপ্রত্যাশিত ও হতাশাজনক। যে সার্চ কমিটিতে সর্বজনশ্রদ্ধেয় দুজন বিচারপতি, পিএসসি চেয়ারম্যান এবং সিএজিসহ দুজন স্বনামধন্য শিক্ষাবিদকে রাখা হয়েছে, তাদের বিতর্কিত করার অনুদার মনোভাব দুর্ভাগ্যজনক। আমরা আশা করব জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন উপহার দিতে সার্চ কমিটি সক্ষম হবে এবং সব দলের কাছে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। সার্চ কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন সব দলের অংশগ্রহণের ভিত্তিতে দেশে গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টিতে সক্ষম হবে এমনটিও প্রত্যাশিত। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি সব ক্ষেত্রে সুবিবেচনাকে প্রাধান্য দিয়ে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ রাখবে— এমনটিও কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর