মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে তৃতীয় টার্মিনাল

অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়িত হোক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। সময়ের চাহিদা পূরণে দেশের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের আরেকটি টার্মিনাল চালু করা অপরিহার্য হয়ে ওঠায় এ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। তৃতীয় টার্মিনাল নির্মিত হলে বছরে ১ কোটি ২০ লাখ যাত্রীর সেবা প্রদানের সক্ষমতা অর্জন করবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রায় ৩০ লাখ বর্গফুট জায়গায় তৃতীয় টার্মিনালটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার কোটি টাকা ও নির্মাণের সময়সীমা ধরা হয়েছে সাড়ে তিন বছর। জাইকার আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের নকশা অনুযায়ী, তৃতীয় টার্মিনালে বোর্ডিং ব্রিজ থাকবে ১২টি। প্রতি ৪টি বোর্ডিং ব্রিজের জন্য একটি লিফট থাকবে। কনভয় বেল্ট থাকবে ১২টি। চেকইন কাউন্টার হবে ২০টি। প্রতিটি কাউন্টারে সিকিউরিটি স্ক্যানার থাকবে। প্রত্যেক কাউন্টারে প্রতি ঘণ্টায় ২ হাজার যাত্রীর লাগেজ স্ক্যান করার সক্ষমতা থাকবে। এ ছাড়া প্রস্তাবিত নতুন টার্মিনালে ১ হাজার ২০০ গাড়ির পার্কিং সুবিধা থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন শাহজালাল বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের এই তৃতীয় টার্মিনালের নির্মাণশৈলী হবে অত্যাধুনিক। এটি নির্মিত হলে দেশের এভিয়েশন সেক্টর নতুন উচ্চতায় পৌঁছবে। টার্মিনাল নির্মাণের লক্ষ্যে চলতি মাসের প্রথম সপ্তাহে জাইকার একটি প্রতিনিধি দল ঢাকা সফরও করেছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাড়ছে দেশের ব্যবসা-বাণিজ্যের পরিসর। দেশের নাগরিকদের বিমান পথে বিদেশে যাওয়া-আসা যেমন বাড়ছে তেমন বিদেশি নাগরিকদের বাংলাদেশে যাতায়াতের পরিসরও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে দেশে আরও একটি বড় মাপের বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে তা সময়সাপেক্ষ হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও মালামাল পরিবহন ক্ষমতা বাড়াতে তৃতীয় টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিঃসন্দেহে একটি সময়োচিত পদক্ষেপ। এ প্রকল্পটির জন্য গত এক বছর ধরে যৌথভাবে সমীক্ষা ও নকশা প্রণয়ন করছে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান। পরামর্শক হিসেবে কাজ করছে জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান নিপ্পন। আমরা আশা করব, ক্রমবর্ধমান চাহিদার কথা মনে রেখে প্রকল্পটি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ খবর