মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

সোলায়মানের যুদ্ধযাত্রা

সোলায়মানের যুদ্ধযাত্রা

সুলতান সোলায়মান সুদীর্ঘ রাজত্বকালে সর্বমোট ১৩ বার যুদ্ধযাত্রা করেন। মাল্টা ও ভিয়েনা ছাড়া প্রত্যেক বারই তিনি বিজয় লাভ করেন। অপরাপর সমরাভিযান পরিচালনা করেন তার সুযোগ্য সেনাপতি ও নৌ-অধ্যক্ষরা। তুর্কি সুলতানদের অনুস্বত সম্প্রসারণ নীতিকে সোলায়মান সুদূরপ্রসারী করেন। বলা বাহুল্য, সোলায়মানের সিংহাসনে আরোহণের সময় ইউরোপে তিনটি শক্তিশালী খ্রিস্টান সাম্রাজ্য বিদ্যমান ছিল— স্পেন, ফ্রান্স ও অস্ট্রিয়া। এর মধ্যে ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস সোলায়মানের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। অপরদিকে তুর্কিদের সঙ্গে হাঙ্গেরি ও অস্ট্রিয়ার বিরোধ চরম আকার ধারণ করে। উল্লেখযোগ্য, ইউরোপের খ্রিস্টান রাষ্ট্রের বিপরীতে মুসলিম জগতের প্রতিনিধিত্বমূলক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হিসেবে অটমান তুরস্ক তৎকালীন বিশ্বে ত্রাসের সৃষ্টি করে। একদিকে তুর্কি বাহিনী স্থলের পূর্বদিকে পারস্য, মেসোপটেমিয়া, আরব দেশ, সিরিয়া ও মিসর, অপরদিকে পশ্চিম প্রান্তে মধ্য-ইউরোপে যুদ্ধের দামামা বাজিয়ে মুসলিম পতাকাকে সুদূর প্রান্তে প্রোথিত করার প্রয়াস পান। উল্লেখযোগ্য, সোলায়মানের দেশ বিজয় সম্প্রসারণ নীতি অপেক্ষা পার্থিব মতাদর্শে অনুপ্রাণিত ছিল। এলান বুলকের মতে, ‘সম্ভবত সুলতানদের মধ্য মহামতি সোলায়মান ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং তার রাজত্বে অটমান সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে উপনীত হয়।’ ক্ষমতা লাভের মাত্র এক বছরের মধ্যে ১৫২১ খ্রিস্টাব্দে তিনি বেলগ্রেড দখল করে তার পূর্বপূরুষদের মতো সামরিক দক্ষতা, রণকৌশল, ব্যক্তিগত সাহস ও তেজস্বিতার দৃষ্টান্ত স্থাপন করেন। এর কিছুদিন পরই ১৫২৩ খ্রিস্টাব্দে রোডস দ্বীপ দখল করেন। সোলায়মান সর্বাপেক্ষা সামরিক বিজয়ের সাফল্য অর্জন করেন হাঙ্গেরির বিরুদ্ধে ১৫২৬ খ্রিস্টাব্দে মোহাকের প্রান্তরে। ইতিপূর্বেও তিনি হাঙ্গেরিতে সমরাভিযান করেন কিন্তু মোহাকের যুদ্ধে হাঙ্গেরির রাজা দ্বিতীয় লুই মৃত্যুবরণ করলে হাঙ্গেরি অটমান সর্বোচ্চ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। প্রাইস যথার্থই বলেন, ‘পশ্চিমদিকে মধ্য দানিয়ুব অঞ্চলে অটমান সাম্রাজ্যের যুদ্ধাভিযানের জলোচ্ছ্বাস শিখরে এসে ‘পৌঁছে।’ উল্লেখ্য, সুলতান দুবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা দখলে ব্যর্থ হন, কিন্তু ভিয়েনা অধিকার সোলায়মানের মূল উদ্দেশ্য ছিল কি না— এই সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। সম্ভবত তিনি পঞ্চম চার্লসকে উপযুক্ত শিক্ষা প্রদানের জন্য ভিয়েনা অবরোধ করেন।     

     জাফর খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর