বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা
পাঠক কলাম

মহানগরীর খাল উদ্ধার প্রসঙ্গে

রাজধানীর জননিষ্কাশন ও উন্নত পরিবেশবান্ধব অবস্থা বজায় রাখার স্বার্থে ওয়াসা কর্তৃপক্ষ তথা সরকার দীর্ঘদিন ধরে মহানগরীর সব খাল দখলমুক্ত করে তা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের এ মহতী প্রচেষ্টায় ইতিমধ্যে অনেক সাফল্য এসেছে। অনেক খাল পুনরুদ্ধার হয়েছে, পুনরুজ্জীবিত হয়েছে। মিরপুরের আবাসন এলাকা রূপনগরের পশ্চিম পাশ দিয়ে পাশে প্রবাহিত দুয়ারীপাড়া খালকেও কয়েকবার দখলমুক্ত করে পুনরুজ্জীবিত করা হয়েছে। এর ফলে পুরো রূপনগর এবং মিরপুরের উত্তরাংশের বিশাল অঞ্চল বর্ষাকালেও পানিতে প্লাবিত হয় না। এই এলাকার বিপুল জলরাশি প্রায় ৪০ ফুট প্রশস্ত এই খালের মাধ্যমে প্রবাহিত হয়।

কিন্তু সম্প্রতি সরকার এই খালকে প্রায় অর্ধাংশ ভরাট করে ৩০ ফুট রাস্তা নির্মাণের কাজ হাতে নিয়েছে। ইতিমধ্যে বল্লী পাইলিং এর কাজ অনেক দূর এগিয়েছে। এখানে দেখা যাচ্ছে বড় খাল ভরাট করে ছোট খাল বা ড্রেনের মতো ছোট খাল রাখা হবে। এই ড্রেনের মতো ছোট খাল দিয়ে এই এলাকার বর্ষাকালের বিপুল জলারাশি বা ড্রেনের বর্জ্য টেনে তুরাগে নিয়ে যেতে পারবে কি না? কিংবা এই এলাকা আবার জলমগ্ন হয়ে পড়বে সেটা নিয়ে এলাকাবাসী গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া শুধু পায়ে হাঁটার জন্য যে ৩০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে তা রূপনগরবাসীর জন্য কতটা কার্যকর হবে তা ভাববার বিষয়। কেন না তখন বস্তি উচ্ছেদের পরিবর্তে বস্তি বিস্তারের সম্ভাবনাও থেকে যাবে। সংকুচিত খাল দিয়ে বিশাল এলাকার ড্রেনের বর্জ্য ও বর্ষাকালের বিপুল জলরাশির নির্গমন সম্ভব কি না? সে বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য  মেয়র, ওয়াসা কর্তৃপক্ষ, পরিবেশ অধিদফতর ও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করছি।

অধ্যক্ষ লিয়াকত হোসেন

রূপনগর, ঢাকা।

সর্বশেষ খবর