রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ভেষজ

মধু

রসুল (সা.) বলেছেন— ‘তিনটি পদার্থ ক্ষত পূরণকারী এগুলো হলো— মধু, রক্তমোক্ষম এবং দাহ্য পদার্থের ব্যবহার। কিন্তু আমার অনুসারীদের দাহ্য পদার্থ ব্যবহার করতে নিষেধ করব’— বোখারি শরিফ।

পেটের সমস্যা দূরকরণে মধু : ‘একজন মানুষ, নবী (সা.)-এর কাছে এলেন এবং বললেন, আমার ভাইয়ের পেটে সমস্যা দেখা দিয়েছে। রসুল (সা.) বললেন— তাকে মধু খাওয়াতে। লোকটি দ্বিতীয়বার এলেন এবং বললেন তার ভাইয়ের পেটের সমস্যা আরও বেড়ে গেছে। রসুল (সা.) তাকে আবারও মধু খাওয়াতে বললেন। লোকটি তৃতীয়বার এলেন এবং রসুল (সা.) তাকে আবারও মধু খাওয়াতে বললেন। চতুর্থবার লোকটি আবার এসে বললেন— তাকে মধু খেতে দিয়েছে। তখন রসুল (সা.) বললেন আল্লাহ সত্য কথা বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। তাকে মধু খেতে দাও তারপর সে তার ভাইকে মধু খেতে দিল এবং তার ভাই সুস্থ হয়ে গেল।’ বোখারি শরিফ। এ ছাড়াও মধু গ্যাস্ট্রিক, আলসার, আমাশয়, ডায়রিয়া ও বদহজম ইত্যাদিতে উপকারী। ক্যান্সার ও হৃদরোগ নিয়ন্ত্রণে মধু যদিও মিষ্টি এবং অতিরিক্ত শর্করাযুক্ত কিন্তু এটি ক্যান্সার ও হৃদরোগ নিয়ন্ত্রণকারক হিসেবে কাজ করে। হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আছে রসুলে পাক (সা.) ইরশাদ করেছেন— ‘যে ব্যক্তি প্রত্যেক মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে তার কোনো বড় রোগ হবে না।’ মিশকাত শরিফ হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত আছে রসুলে পাক (সা.) এরশাদ করেছেন, ‘তোমরা দুটি শেফাদানকারী বস্তুকে নিজেদের জন্য অত্যাবশ্যকীয় করে নাও— একটি মধু (আহারের মধ্যে) এবং অপরটি আল-কোরআন (কিতাবসমূহের মধ্যে)’। মিশকাত শরিফ।     

ডা. আলমগীর মতি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর