শিরোনাম
সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ভেষজ

অনন্তমূল

অনন্তমূল

অনন্তমূলের ভেষজ ব্যবহার চলছে যুগ যুগ ধরে। অর্শ : তিন গ্রাম অনন্তমূল বেটে গরুর দুধের সঙ্গে জ্বাল দিয়ে দই পাততে হবে। সন্ধ্যার সময় এটা করা দরকার। পরের দিন সে দই খেলে অর্শরোগে অবশ্যই উপকার করে। অনিয়মিত ঋতু : নির্দিষ্ট দিন চলে গেলেও মাসিক হয় না। অসময়ে এবং ১৫ থেকে ২০ দিন দেরিতে হলেও পরিমাণে খুব কম হয় এবং স্রাবে দুর্গন্ধ থাকে। তিন গ্রাম অনন্তমূল সামান্য পানি দিয়ে বেটে এক কাপ জ্বাল দেওয়া গরুর ঠাণ্ডা দুধে মিশিয়ে সকাল-বিকাল মোট দুবার খাওয়ালে ঋতু নিয়মিত হবে এবং স্রাবে দুর্গন্ধ থাকবে না। মূত্ররোধ : ৬০/৭০ গ্রাম শুকনো অনন্তমূল ছোট ছোট করে কেটে ২০ মিলিলিটার পানিতে সারা রাত ভিজিয়ে সে পানি পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে পান করলে তিন/চার গুণ বেশি প্রস্রাব হয়। এ ছাড়া মূত্ররোধ রোগে খুবই উপকার পাওয়া যায়।

অগ্নিমান্দ্য ও অর্জিন : দুই/তিন গ্রাম শুকনো অনন্তমূল গুঁড়া সকালে খালি পেটে এক গ্লাস ঠাণ্ডা পানি দিয়ে খেলে ক্ষুধা ও হজমশক্তি বাড়ে। নিয়মিত ১০/১৫ দিন খাওয়া প্রয়োজন। মায়েদের বুকের দুধ বৃদ্ধিতে : ১২৫ গ্রাম অনন্তমূল এবং দেড় লিটার পানি একটি মাটির হাঁড়িতে রেখে সিদ্ধ করতে হবে। হাঁড়ির মুখে মাটির সরা দিয়ে অবশ্যই চাপা দেওয়া প্রয়োজন।  ৮০ মিনিটের মতো সিদ্ধ হওয়ার পর হাঁড়ি আগুন থেকে নামিয়ে ঠাণ্ডা হলে ছেঁকে নিতে হবে। দিনে একবার করে চায়ের কাপের এক কাপ পরিমাণ খেলে বুকের দুধ বাড়বেই।

ডা. আলমগীর মতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর