শিরোনাম
সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

রুকুনদ্দৌল্লাহ বায়বার্স

আল-মালিক আল-জাহির রুকুনদ্দৌল্লাহ বায়বার্স প্রথম জীবনে তুির্ক দাস ছিলেন। তাকে দামেস্কে মাত্র ৮০০ দিরহামে বিক্রয় করা হয়। তার নীল চোখে দোষ থাকায় তাকে প্রত্যাহার করা হয়। বায়বার্স অর্থাৎ ‘বন্দুকদার’ উপাধি তিনি তার মনিবের কাছ থেকে লাভ করেন। বাহরী মামলুক সাম্রাজ্যভুক্ত বায়বার্স আয়য়ুবী সুলতান মালিক উস-সালিহের ক্রীতদাস ছিলেন। তার ক্ষুদ্র দেহরক্ষী দলের নেতা হিসেবে স্বীয় মেধা, দক্ষতা, অসাধারণ প্রভাব ও যোগ্যতার বলে মিসরের মামলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান হিসেবে স্বীকৃতি লাভ করেন। হিট্টি তার প্রশংসা করে বলেন, ‘লম্বা, কৃষ্ণঘন, উচ্চৈঃস্বরের অধিকারী, সাহসী, কর্মক্ষম বায়বার্সের নেতৃস্থানীয় মানুষদের সব গুণই ছিল।  সুলতান বায়বার্স একজন সুদক্ষ ও তেজস্বী যোদ্ধা ছিলেন।

জাফর খান

সর্বশেষ খবর