শনিবার, ৬ মে, ২০১৭ ০০:০০ টা
ইতিহাস

কনস্টান্টিনোপল বিজয়

কনস্টান্টিনোপল বিজয় নিঃসন্দেহে সুলতান দ্বিতীয় মুহাম্মদের রাজত্বের পূর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা এবং সমরাভিযানের সর্বশ্রেষ্ঠ কীর্তি। এর ফলেই তিনি ‘বিজেতা’ উপাধি লাভ করেন; কিন্তু বাইজানটাইন সাম্রাজ্য দখল করা ছাড়াও তিনি তার দীর্ঘ ৩০ বছরের রাজত্বকালে অন্যান্য অঞ্চল অধিকার করে সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি করেন। এই অভিযানসমূহ এশিয়া মাইনর ও ইউরোপ ভূখণ্ডে পরিচালিত হয়। সুলতান মোরিয়াও বসনিয়ায় অভিযান করে এ দুটি মিত্র করদরাজ্য তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর