মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন

উগ্রবাদীদের পরাজয় স্বস্তিদায়ক

ফ্রান্সের দ্বিতীয় দফা নির্বাচনে কট্টর ডানপন্থি মারিন লো পেনকে বিপুল ব্যবধানে হারিয়েছেন মধ্য ডানপন্থি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রথম দফার নির্বাচনে ১১ প্রার্থীর মধ্যে ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন ম্যাত্রেঁদ্ধা। দ্বিতীয় স্থানে ছিলেন লো পেন, তার ভোটপ্রাপ্তির পরিমাণ ছিল ২১ দশমিক ৩ শতাংশ। ফ্রান্সের নির্বাচন বিধি অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে প্রধান দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান। বিশ্বায়নবিরোধী চরম জাতীয়তাবাদী প্রার্থী লো পেনের বিরুদ্ধে দ্বিতীয় দফার নির্বাচনে অন্যসব প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁকে সমর্থন জানালে তা তার জয়ের জন্য সহায়ক হয়। নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ৩৯ বছর বয়সী এই তরুণ রাজনীতিক। লো পেন পেয়েছেন ৩৫ শতাংশ ভোট। ফ্রান্সে পরপর বেশ কয়েকটি জঙ্গি হামলা সত্ত্বেও সে দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে অভিবাসনপন্থিদের বেছে নিয়েছে। ফ্রান্সের ভোটাররা জাতিধর্মবর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার সুরক্ষার পক্ষে রায় দিয়েছে। ফ্রান্সে নব্য ফ্যাসিবাদের উত্থানের যে হুমকি সৃষ্টি করেছিলেন লো পেন, তা প্রতিহত করা সম্ভব হয়েছে ব্যালটের মাধ্যমে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের উত্থানের পর পশ্চিমা বিশ্বে চরম জাতীয়তাবাদীদের উত্থানের যে বিপদ দেখা দিয়েছিল নেদারল্যান্ডসের নির্বাচনে ডানপন্থিদের পরাজয়ের পর ফ্রান্সের নির্বাচনে উগ্রবাদীদের পরাজয় সে আশঙ্কা কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। আশা করা হচ্ছে জার্মানির পরবর্তী নির্বাচনেও চরম ডানপন্থিদের আশাহত হতে হবে। ফ্রান্সের নির্বাচনে বিশ্বায়নপন্থি প্রার্থীর জয় বিশ্বশান্তি ও গণতন্ত্রের জন্য সুসংবাদ বলে বিবেচিত হচ্ছে। আমরা আশা করব, নতুন ফরাসি প্রেসিডেন্টের অধীনে ফ্রান্স আরও বেশি উদার দেশ হিসেবে আবির্ভূত হবে। সংঘাতকামী উগ্র মতবাদের উপাসকদের বিরুদ্ধে সংস্কৃতবান ফরাসি জাতির পরিচয় সামনে এগিয়ে নিতে তিনি আপসহীন ভূমিকা পালন করবেন এমনটিও কাম্য।

সর্বশেষ খবর