সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

বিশ্বজুড়ে সাইবার হামলা

নিরাপত্তার দিকে নজর দিতে হবে

বিশ্বের শতাধিক দেশে একযোগে সাইবার হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয় হ্যাকাররা এ হামলার মাধ্যমে বিভিন্ন দেশের আর্থিক, স্বাস্থ্য, টেলিকম ও পরিবহন খাতের কম্পিউটার নেটওয়ার্ক নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, এ নিয়ন্ত্রণ ফেরতদানের বিনিময়ে তারা ডিজিটাল মুদ্রা বিট কয়েনের মাধ্যমে ৩০০ থেকে ৬০০ মার্কিন ডলার দাবি করে। হ্যাকাররা এ দুর্বৃত্তপনার মাধ্যমে ইতিমধ্যে ২০ হাজার মার্কিন ডলারও নাকি আয় করেছে। বিদেশি গণমাধ্যমে সাইবার হামলার যে খবর প্রকাশ পেয়েছে তাতে প্রতিবেশী ভারতের আক্রান্ত হওয়ার কথা বলা হলেও বাংলাদেশের বিষয়টি অনুপস্থিত। আমাদের দেশে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ হামলার ক্ষয়ক্ষতি তাত্ক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে সহযোগী দৈনিকের প্রতিবেদনে প্রযুক্তি বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠানেও সাইবার হামলার ঘটনা ঘটেছে। বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা নিঃসন্দেহে একটি উদ্বেগজনক বিষয়। স্মর্তব্য, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে ৯৯টি দেশের কম্পিউটার ব্যবস্থা এই হামলার শিকার হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক, ইউক্রেন, ব্রাজিল, ভিয়েতনাম, তাইওয়ান, হংকং, মিসর, ইন্দোনেশিয়া ও ভারতের মতো দেশ রয়েছে। এসব দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাইবার হামলায় আক্রান্ত হয়েছে। মাইক্রোসফট উইন্ডোজভিত্তিক যেসব কম্পিউটার নেটওয়ার্ক আপডেট ছিল না সেগুলোই পড়েছে হামলার মুখে। সাইবার হামলা যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে বিপর্যয়কর অবস্থার সৃষ্টি করে। নেটওয়ার্ক ব্যাহত হওয়ায় তারা হাসপাতালে চিকিৎসাসেবা এমনকি হৃদযন্ত্রের অস্ত্রোপচারও বন্ধ রাখতে বাধ্য হয়। সর্বকালের এই বৃহৎ সাইবার হামলার শিকার হয় রাশিয়ায় ব্যাংকিং, স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার নেটওয়ার্ক। এ হামলা সাইবার নিরাপত্তার তাগিদও সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। এ ক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা অর্জনও প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে দুনিয়ার সব দেশ তথা জাতির জন্য। তথ্যপ্রযুক্তির এই যুগে সাইবার নিরাপত্তার বিষয়টি যে অতীব জরুরি সে সত্যই স্পষ্ট হয়েছে এ বিশ্বজনীন সাইবার হামলার ঘটনায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর