সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

ব্যাংকে অলস টাকার পাহাড়

চাই বিনিয়োগবান্ধব পরিবেশ

বিনিয়োগের অভাবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে টাকার স্তূপ গড়ে উঠেছে। যে অর্থ বিনিয়োগ হলে ব্যাংকগুলোর মুনাফা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ হতো তা অলস অর্থ হিসেবে পড়ে রয়েছে। দেশের ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্যের বিষয়টি স্পষ্ট করা হয়েছে বিদেশে তিনটি কোম্পানির বিনিয়োগের অনুমতি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতামতে। এতে বলা হয়েছে, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ২ লাখ ৭৭ হাজার ৯৫৬ কোটি টাকা অব্যবহূত রয়েছে। জিডিপির সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ন্যূনতম স্থানীয় বিনিয়োগ ৩২ শতাংশ হওয়া প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে স্থানীয় বিনিয়োগকে উত্সাহিত না করে বিদেশে বিনিয়োগের সুযোগ প্রদান করা যথাযথ হবে কি-না সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। ব্যাংকিং খাতে বিনিয়োগযোগ্য বিপুল পরিমাণ অলস অর্থের যে হিসাব দেওয়া হয়েছে তা গত নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ওপর তৈরি করা। এর আগের বছর একই সময়ে অর্থাৎ ২০১৫ সালের নভেম্বরে ব্যাংকিং খাতে বিনিয়োগযোগ্য তারল্যের পরিমাণ ছিল প্রায় আড়াই লাখ কোটি টাকা। কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ায় ব্যাংকে অলস টাকার পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ছিল ১৬ দশমিক ৬ শতাংশ, আর বাস্তবে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৭৬ শতাংশ যা লক্ষ্যমাত্রার চেয়ে কম। দেশের বিনিয়োগের অসংখ্য ক্ষেত্র থাকলেও বিনিয়োগবান্ধব পরিবেশের অভাবে উদ্যোক্তারা এগিয়ে আসছেন না। একই কারণে অনুত্পাদনশীল খাতে ব্যয়ের প্রবণতা বাড়ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে ব্যাংকে জমা থাকা অলস টাকার পরিমাণ যেমন কমে যাবে তেমন বৃদ্ধি পাবে কর্মসংস্থানের সুযোগ। জাতীয় উত্পাদনেও আশাজাগানিয়া সাফল্য অর্জিত হবে। উত্পাদনবান্ধব পরিবেশের জন্য বিদ্যুৎ-গ্যাসসহ ইন্ধনশক্তির জোগান নিশ্চিত করা দরকার। আইনশৃঙ্খলার উন্নয়নেও নজর দিতে হবে। ব্যবসা-বাণিজ্য ও শিল্প স্থাপনে আমলাতান্ত্রিক জটিলতা যাতে সৃষ্টি না হয় সেদিকেও নজর দেওয়া জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর